মৃত হৃদয়ের গল্প
মৃত হৃদয়ের গল্প
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতরে যদি থাকে দ্বেষ
কান্নার বদলে আসবে তোমার হাসি,
বন্ধুজনেরই মরণবেলায় পাঠাবে যে তুমি
ঐ উপহাসের শুভেচ্ছারাশি!
মানুষের মন যাদের হৃদয়ে এখনো ওঠেনি
একটুখানি জেগে,
মানুষ দেখলে কথা বলে তারা
অনেক বেশি রেগে!
বুকের ভিতরে জমে আছে আজ
যাদের হৃদয়ে ঘৃণার বরফ,
তাদের মনে কি জাগবে কখনো
ঐ ভালোবাসার একটা হরফ?
যেসব হৃদয় মরে গেছে আজ—সবার অলক্ষ্যে
আর কি কখনো জেগে উঠবে তারা?
এই জনপদে মানুষের মতো
আর কি কখনো হাসবে অভিশপ্ত যারা?
মৃত মানুষের গল্প সকলেই খুব সন্তর্পণে
এড়িয়ে যায় যে নিজের স্বার্থে,
অনেক হৃদয় মরে আছে আজ—বোঝে না কেউই
মৃত মানুষেরা কাজ করবে কেন পরার্থে?
সাইয়িদ রফিকুল হক
০৭/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতরে যদি থাকে দ্বেষ
কান্নার বদলে আসবে তোমার হাসি,
বন্ধুজনেরই মরণবেলায় পাঠাবে যে তুমি
ঐ উপহাসের শুভেচ্ছারাশি!
মানুষের মন যাদের হৃদয়ে এখনো ওঠেনি
একটুখানি জেগে,
মানুষ দেখলে কথা বলে তারা
অনেক বেশি রেগে!
বুকের ভিতরে জমে আছে আজ
যাদের হৃদয়ে ঘৃণার বরফ,
তাদের মনে কি জাগবে কখনো
ঐ ভালোবাসার একটা হরফ?
যেসব হৃদয় মরে গেছে আজ—সবার অলক্ষ্যে
আর কি কখনো জেগে উঠবে তারা?
এই জনপদে মানুষের মতো
আর কি কখনো হাসবে অভিশপ্ত যারা?
মৃত মানুষের গল্প সকলেই খুব সন্তর্পণে
এড়িয়ে যায় যে নিজের স্বার্থে,
অনেক হৃদয় মরে আছে আজ—বোঝে না কেউই
মৃত মানুষেরা কাজ করবে কেন পরার্থে?
সাইয়িদ রফিকুল হক
০৭/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সারা ইশাল ১২/০৭/২০২০"মাশা আল্লাহ "খুবই সুন্দর।
-
Md. Rayhan Kazi ০৮/০৭/২০২০বাহ্ চমৎকার
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৭/২০২০অসাধারন চিন্তা ভাবনা
-
Md. Rayhan Kazi ০৮/০৭/২০২০অনন্য প্রকাশবঙ্গি
-
ফয়জুল মহী ০৭/০৭/২০২০চমৎকার কথামালা