তোমাকে ভালোবাসিনা
তোমাকে ভালোবাসিনা
সাইয়িদ রফিকুল হক
তোমাকে আমি ভালোবাসিনা
সেকথা আছে কোথায় লেখা?
চোখের ভাষা পড়েও তুমি
কী বুঝেছিলে যবে হয়েছিল
প্রথম দেখা!
ভালোবাসার একটা ভাষা
পড়তে তুমি পারো নাকো!
মিছেই কেন লোকভোলানো
ভালোবাসার ছবি আঁকো?
তোমাকে আমি ভালোবাসিনা
এতদিনে এই বুঝেছো!
ভালোবাসার একটা মনে
তাইতে আজ তোমাকে বলি
তুমি কি এখন সুস্থ আছো?
সাইয়িদ রফিকুল হক
০৬/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
তোমাকে আমি ভালোবাসিনা
সেকথা আছে কোথায় লেখা?
চোখের ভাষা পড়েও তুমি
কী বুঝেছিলে যবে হয়েছিল
প্রথম দেখা!
ভালোবাসার একটা ভাষা
পড়তে তুমি পারো নাকো!
মিছেই কেন লোকভোলানো
ভালোবাসার ছবি আঁকো?
তোমাকে আমি ভালোবাসিনা
এতদিনে এই বুঝেছো!
ভালোবাসার একটা মনে
তাইতে আজ তোমাকে বলি
তুমি কি এখন সুস্থ আছো?
সাইয়িদ রফিকুল হক
০৬/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাদেরা ফারনাছ শিমূল ০৭/০৭/২০২০ভাল লিখেছেন ।লিখে যান কবি...
-
Md. Rayhan Kazi ০৭/০৭/২০২০অসাধারণ লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৭/২০২০অসাধারণ।
মুগ্ধতা একরাশ প্রিয় কবি। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০৭/২০২০best
-
ফয়জুল মহী ০৬/০৭/২০২০Excellent