শত্রু-মিত্র
শত্রু-মিত্র
সাইয়িদ রফিকুল হক
শত্রু কখনো মিত্র হয় না,
মিত্র কখনো শত্রু হয় না।
তবে মনে রেখ বন্ধু,
শাল-সেগুন কাঠেও
ঘুণ লাগে কখনো-কখনো।
শত্রুকে আপন করার বৃথা চেষ্টা
অনেকেই করেছে—
কেউ সফল হয়নি কখনো।
শত্রুর মুখে ছাই দিয়ে
যারা চিরদিনের মিত্র
শুধু তাদের নিয়ে গড়বে
তোমার ভালোবাসার জগৎ।
মনে রাখবে বন্ধু,
যে একবার শত্রু
সে চিরদিন তোমার শত্রু।
আজ যে তোমার মিত্র
সে যে চিরদিন তোমার মিত্র থাকবে
তা ভেবো না এই জীবনে কখনো।
চোখ-কান খোলা রেখে
হাত বাড়াও বন্ধু—চিরবন্ধুত্বের।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
শত্রু কখনো মিত্র হয় না,
মিত্র কখনো শত্রু হয় না।
তবে মনে রেখ বন্ধু,
শাল-সেগুন কাঠেও
ঘুণ লাগে কখনো-কখনো।
শত্রুকে আপন করার বৃথা চেষ্টা
অনেকেই করেছে—
কেউ সফল হয়নি কখনো।
শত্রুর মুখে ছাই দিয়ে
যারা চিরদিনের মিত্র
শুধু তাদের নিয়ে গড়বে
তোমার ভালোবাসার জগৎ।
মনে রাখবে বন্ধু,
যে একবার শত্রু
সে চিরদিন তোমার শত্রু।
আজ যে তোমার মিত্র
সে যে চিরদিন তোমার মিত্র থাকবে
তা ভেবো না এই জীবনে কখনো।
চোখ-কান খোলা রেখে
হাত বাড়াও বন্ধু—চিরবন্ধুত্বের।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২১/০৭/২০২০বন্ধুত্ব চিরদিনে। লেখা ভাল হয়েছে।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৬/০৭/২০২০অসাধারন
-
Md. Rayhan Kazi ০৬/০৭/২০২০যথার্থ বলেছেন প্রিয়৷ শুভকামনা রইলো
-
ফয়জুল মহী ০৫/০৭/২০২০। সুনিপুণ ও চমকপ্রদ প্রকাশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৭/২০২০মনোমুগ্ধকর।