www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুধু মানুষ ভালো নেই

শুধু মানুষ ভালো নেই
সাইয়িদ রফিকুল হক

নগরীর সবকিছু ধীরে ধীরে সজীব হচ্ছে
আর খুব মরে যাচ্ছে মানুষের মনপ্রাণ!
আজকাল নগরীর সবকিছু কেমন
তরতাজা হচ্ছে যেন!
কিন্তু একেবারে মৃত মানুষের মনপ্রাণ!
মানুষের কোলাহল থেমে গেছে জনপদে।

জনপদে-লোকালয়ে দেখছি শুধু বৃক্ষ,
চারিদিকে রঙমাখা নানান ফুলের হাসি!
রাস্তার পাশের ঘাস—তারাও সজীব হচ্ছে!
সকলপ্রকার বৃক্ষ ফিরে পেয়েছে যেন
তাদের মধুমাখা অফুরন্ত যৌবন!
আজ শুধু মরে যাচ্ছে মানুষ আর মানুষ!
মানুষের মুখ শুষ্ক হৃদয় বেদনাচ্ছন্ন!
মানুষেরা আজকাল কঠিন ব্যাধির শিকার।

সবকিছু টিকে আছে সেই আগের মতো
শুধু পালিয়ে বেড়ায় আজ মানুষের দল!
সবকিছু ভালো আছে—সবকিছু ঠিকঠাক,
আজ শুধু ভালো নেই ঈশ্বরপ্রেমী মানুষ!
ভালো নেই অধার্মিক কিংবা ধার্মিক খুব!
নগরীর সবকিছু থমকে দিয়েছে আজ
একটি ভাইরাস! এখানে আটকে গেছে সবকিছু।


সাইয়িদ রফিকুল হক
০৩/০৭/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast