শুধু মানুষ ভালো নেই
শুধু মানুষ ভালো নেই
সাইয়িদ রফিকুল হক
নগরীর সবকিছু ধীরে ধীরে সজীব হচ্ছে
আর খুব মরে যাচ্ছে মানুষের মনপ্রাণ!
আজকাল নগরীর সবকিছু কেমন
তরতাজা হচ্ছে যেন!
কিন্তু একেবারে মৃত মানুষের মনপ্রাণ!
মানুষের কোলাহল থেমে গেছে জনপদে।
জনপদে-লোকালয়ে দেখছি শুধু বৃক্ষ,
চারিদিকে রঙমাখা নানান ফুলের হাসি!
রাস্তার পাশের ঘাস—তারাও সজীব হচ্ছে!
সকলপ্রকার বৃক্ষ ফিরে পেয়েছে যেন
তাদের মধুমাখা অফুরন্ত যৌবন!
আজ শুধু মরে যাচ্ছে মানুষ আর মানুষ!
মানুষের মুখ শুষ্ক হৃদয় বেদনাচ্ছন্ন!
মানুষেরা আজকাল কঠিন ব্যাধির শিকার।
সবকিছু টিকে আছে সেই আগের মতো
শুধু পালিয়ে বেড়ায় আজ মানুষের দল!
সবকিছু ভালো আছে—সবকিছু ঠিকঠাক,
আজ শুধু ভালো নেই ঈশ্বরপ্রেমী মানুষ!
ভালো নেই অধার্মিক কিংবা ধার্মিক খুব!
নগরীর সবকিছু থমকে দিয়েছে আজ
একটি ভাইরাস! এখানে আটকে গেছে সবকিছু।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
নগরীর সবকিছু ধীরে ধীরে সজীব হচ্ছে
আর খুব মরে যাচ্ছে মানুষের মনপ্রাণ!
আজকাল নগরীর সবকিছু কেমন
তরতাজা হচ্ছে যেন!
কিন্তু একেবারে মৃত মানুষের মনপ্রাণ!
মানুষের কোলাহল থেমে গেছে জনপদে।
জনপদে-লোকালয়ে দেখছি শুধু বৃক্ষ,
চারিদিকে রঙমাখা নানান ফুলের হাসি!
রাস্তার পাশের ঘাস—তারাও সজীব হচ্ছে!
সকলপ্রকার বৃক্ষ ফিরে পেয়েছে যেন
তাদের মধুমাখা অফুরন্ত যৌবন!
আজ শুধু মরে যাচ্ছে মানুষ আর মানুষ!
মানুষের মুখ শুষ্ক হৃদয় বেদনাচ্ছন্ন!
মানুষেরা আজকাল কঠিন ব্যাধির শিকার।
সবকিছু টিকে আছে সেই আগের মতো
শুধু পালিয়ে বেড়ায় আজ মানুষের দল!
সবকিছু ভালো আছে—সবকিছু ঠিকঠাক,
আজ শুধু ভালো নেই ঈশ্বরপ্রেমী মানুষ!
ভালো নেই অধার্মিক কিংবা ধার্মিক খুব!
নগরীর সবকিছু থমকে দিয়েছে আজ
একটি ভাইরাস! এখানে আটকে গেছে সবকিছু।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০৭/২০২০মুগ্ধতা একরাশ
-
ফয়জুল মহী ০৩/০৭/২০২০Right
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৭/২০২০ভালো।