অবুঝের দিনলিপি
অবুঝের দিনলিপি
সাইয়িদ রফিকুল হক
আর কতকাল খেলবি রে তুই এমন মরণখেলা?
দিনশেষে তোর অনাদরে যায় যে চলে বেলা!
এমন সোনার দিনগুলো তুই করিস কেন হেলা?
মরণকালে পাবি না তুই পারাপারের ভেলা!
বেঁচে থাকার কত মজা—তাইতো সবাই বাঁচতে চায়,
শুধু দেখি, তোর মনে আজ মরণবিলাস হায়!
ভালোবাসার একটা জীবন করিস নাকো হেলা,
নিজের ক্ষতি করে তুই যে খেলছিস পাপের খেলা!
ভুল ভাঙে না অবুঝজনের পড়ে থাকে অন্ধকারে,
নইলে এমন সোনার জীবন কে রেখেছে কারাগারে!
একটা জীবন অনেক সুখের—জীবন ভালোবাসো,
কষ্টগুলো ঝেড়ে ফেলে আগের মতো মধুর করে হাসো।
জীবনটাকে কাজে লাগাও—বিশ্বজুড়ে গ্রন্থ রইলো পড়ে,
আর যে তুমি কষ্টবিলাস গায়ে মেখে রইলে শুয়ে কম্বলমুড়ে!
ভালোবাসার একটা জীবন অনাদরে রইবে কেন পড়ে?
কষ্টগুলো ঝেড়ে ফেলে এবার তুমি একটু ওঠো নড়ে।
অবুঝ তুমি ছিঁড়ে ফেল তোমার ওই দিনলিপি বিভ্রান্তিকর,
নবজীবনের নতুন সূর্য চেয়ে দেখ এবার তুমি জীবনভর।
কোন অভিমানে হত্যা করছো নিজের সোনার জীবন?
জন্মভূমি আজ দেখতে চায় তোমার ওই তেজোদীপ্ত যৌবন।
সাইয়িদ রফিকুল হক
০১/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
আর কতকাল খেলবি রে তুই এমন মরণখেলা?
দিনশেষে তোর অনাদরে যায় যে চলে বেলা!
এমন সোনার দিনগুলো তুই করিস কেন হেলা?
মরণকালে পাবি না তুই পারাপারের ভেলা!
বেঁচে থাকার কত মজা—তাইতো সবাই বাঁচতে চায়,
শুধু দেখি, তোর মনে আজ মরণবিলাস হায়!
ভালোবাসার একটা জীবন করিস নাকো হেলা,
নিজের ক্ষতি করে তুই যে খেলছিস পাপের খেলা!
ভুল ভাঙে না অবুঝজনের পড়ে থাকে অন্ধকারে,
নইলে এমন সোনার জীবন কে রেখেছে কারাগারে!
একটা জীবন অনেক সুখের—জীবন ভালোবাসো,
কষ্টগুলো ঝেড়ে ফেলে আগের মতো মধুর করে হাসো।
জীবনটাকে কাজে লাগাও—বিশ্বজুড়ে গ্রন্থ রইলো পড়ে,
আর যে তুমি কষ্টবিলাস গায়ে মেখে রইলে শুয়ে কম্বলমুড়ে!
ভালোবাসার একটা জীবন অনাদরে রইবে কেন পড়ে?
কষ্টগুলো ঝেড়ে ফেলে এবার তুমি একটু ওঠো নড়ে।
অবুঝ তুমি ছিঁড়ে ফেল তোমার ওই দিনলিপি বিভ্রান্তিকর,
নবজীবনের নতুন সূর্য চেয়ে দেখ এবার তুমি জীবনভর।
কোন অভিমানে হত্যা করছো নিজের সোনার জীবন?
জন্মভূমি আজ দেখতে চায় তোমার ওই তেজোদীপ্ত যৌবন।
সাইয়িদ রফিকুল হক
০১/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৭/২০২০মননশীল লেখা।
-
ফয়জুল মহী ০২/০৭/২০২০চমৎকার! ভীষণ ভালো লাগলো .
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০২/০৭/২০২০অসাধারন