সব পাপীদের বিনাশ করতে
সব পাপীদের বিনাশ করতে
সাইয়িদ রফিকুল হক
বুকফুলিয়ে হাঁটে এখন ন্যাংটা পাপীর দল,
তাইতে দেখি, লঞ্চ গিলে খায় বুড়িগঙ্গার জল!
হাজার লোকের ভিড়ে এখন খুঁজি একটা মানুষ,
সবখানে যে মেকী-ঢেঁকি কত রঙিন ফানুস!
পাপীর জিহ্বা, সাপের জিহ্বা করছে ক্ষুধায় লকলক,
ধর্মশালায় আরেক পাপী করছে কত বকবক!
বিশ্বজুড়ে আজকে দেখি ভীষণ পাপীর খেলা,
পাপীর ঘরের পাপের ছেলে বসায় কত মেলা!
দেশজনতার ক্ষতি করে হাঁটছে পাপীর দল,
তোমরা সবাই ঘুমিয়ে কেন বাড়াও বুকের বল।
একটু জেগে ওঠো এবার—দেশের কথা ভেবে,
সব পাপীদের বিনাশ করে প্রতিশোধ যে নেবে।
আজকে যারা পাপ করেছে—হাঁটছে ভীষণ জোরে,
ভয় পেয়ো না দেশদরদী ওদের এমন শোরে।
রুখে দাঁড়াও দেশের মানুষ—একটু সজাগ হও,
সব পাপীদের বিনাশ করতে কথা জোরে কও।
সাইয়িদ রফিকুল হক
০১/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
বুকফুলিয়ে হাঁটে এখন ন্যাংটা পাপীর দল,
তাইতে দেখি, লঞ্চ গিলে খায় বুড়িগঙ্গার জল!
হাজার লোকের ভিড়ে এখন খুঁজি একটা মানুষ,
সবখানে যে মেকী-ঢেঁকি কত রঙিন ফানুস!
পাপীর জিহ্বা, সাপের জিহ্বা করছে ক্ষুধায় লকলক,
ধর্মশালায় আরেক পাপী করছে কত বকবক!
বিশ্বজুড়ে আজকে দেখি ভীষণ পাপীর খেলা,
পাপীর ঘরের পাপের ছেলে বসায় কত মেলা!
দেশজনতার ক্ষতি করে হাঁটছে পাপীর দল,
তোমরা সবাই ঘুমিয়ে কেন বাড়াও বুকের বল।
একটু জেগে ওঠো এবার—দেশের কথা ভেবে,
সব পাপীদের বিনাশ করে প্রতিশোধ যে নেবে।
আজকে যারা পাপ করেছে—হাঁটছে ভীষণ জোরে,
ভয় পেয়ো না দেশদরদী ওদের এমন শোরে।
রুখে দাঁড়াও দেশের মানুষ—একটু সজাগ হও,
সব পাপীদের বিনাশ করতে কথা জোরে কও।
সাইয়িদ রফিকুল হক
০১/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০১/০৭/২০২০মুগ্ধতা একরাশ