পাগলগুলো মানুষ হলে
পাগলগুলো মানুষ হলে
সাইয়িদ রফিকুল হক
পাগলগুলো মানুষ হলে
মিটতো মনের খেদ,
কিন্তু দেখি, সব পাগলের
বাড়ছে শুধু জেদ!
কিংবা ধরো পাগলগুলো
হঠাৎ হলো ছাগল,
নাহয় তাতে ঘাস ফুরাতো
ভাঙতো নাতো আগল!
এখন দেখি, পাগল-ছাগল
খাচ্ছে সবই গিলে,
ওদের খাওয়া দেখলে সবার
চমকে যাবে পিলে!
পাগলগুলো হঠাৎ করে
যাচ্ছে ভীষণ ক্ষেপে,
এরা এখন কয় না কথা
আগের মতো মেপে!
জাতছাড়া সব পাগল-ছাগল
কেমনে এলো দেশে!
এদের একটু ভালো করার
ওষুধ নাই কি বাংলাদেশে?
সাইয়িদ রফিকুল হক
২৯/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
পাগলগুলো মানুষ হলে
মিটতো মনের খেদ,
কিন্তু দেখি, সব পাগলের
বাড়ছে শুধু জেদ!
কিংবা ধরো পাগলগুলো
হঠাৎ হলো ছাগল,
নাহয় তাতে ঘাস ফুরাতো
ভাঙতো নাতো আগল!
এখন দেখি, পাগল-ছাগল
খাচ্ছে সবই গিলে,
ওদের খাওয়া দেখলে সবার
চমকে যাবে পিলে!
পাগলগুলো হঠাৎ করে
যাচ্ছে ভীষণ ক্ষেপে,
এরা এখন কয় না কথা
আগের মতো মেপে!
জাতছাড়া সব পাগল-ছাগল
কেমনে এলো দেশে!
এদের একটু ভালো করার
ওষুধ নাই কি বাংলাদেশে?
সাইয়িদ রফিকুল হক
২৯/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৬/০৭/২০২০বাহ্ চমৎকার
-
অভিজিৎ জানা ৩০/০৬/২০২০দারুন! দারুন!
-
Md. Rayhan Kazi ২৯/০৬/২০২০মুগ্ধতা একরাশ
-
ফয়জুল মহী ২৯/০৬/২০২০Super
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৯/০৬/২০২০Fantastic.