পাপীরা সব
পাপীরা সব
সাইয়িদ রফিকুল হক
কিয়ামতের ভয় দেখিয়ে
লাভ হবে না কোনো,
পাপীরা সব পাপ খাবে যে
আগের মতোই জেনো।
মরার ভয়েও পাপ ছাড়ে না
ভীষণ পাপীরাজ,
এরা সবাই খুব সতর্ক
আর শিকারী বাজ।
মরার আগে হজ করিবে
আর রাখিবে দাড়ি,
লোকদেখানো ধার্মিক সেজে
ঢাকায় করবে বাড়ি!
পাপীরা সব ভীষণ ধূর্ত
ফন্দি আছে অনেক,
সঙ্গীসাথী এদের পাশে
আছে আরও জনেক।
কিয়ামতের ভয় দেখিয়ে
লাভ হবে না কোনো,
পাপীরা সব পাপ করিবে
আগের মতোই শোনো।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
কিয়ামতের ভয় দেখিয়ে
লাভ হবে না কোনো,
পাপীরা সব পাপ খাবে যে
আগের মতোই জেনো।
মরার ভয়েও পাপ ছাড়ে না
ভীষণ পাপীরাজ,
এরা সবাই খুব সতর্ক
আর শিকারী বাজ।
মরার আগে হজ করিবে
আর রাখিবে দাড়ি,
লোকদেখানো ধার্মিক সেজে
ঢাকায় করবে বাড়ি!
পাপীরা সব ভীষণ ধূর্ত
ফন্দি আছে অনেক,
সঙ্গীসাথী এদের পাশে
আছে আরও জনেক।
কিয়ামতের ভয় দেখিয়ে
লাভ হবে না কোনো,
পাপীরা সব পাপ করিবে
আগের মতোই শোনো।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. মাহবুব মুকুল ৩০/০৬/২০২০দারুণ কাব্য কথা। ভালো হয়েছে।
-
Md. Rayhan Kazi ২৮/০৬/২০২০বাহ্ চমৎকার
-
ফয়জুল মহী ২৮/০৬/২০২০অপূর্ব শব্দ বুনন ।
-
কে এম শাহ্ রিয়ার ২৮/০৬/২০২০চমৎকার লাগলো!