পরের ঘরে আগুন দিয়ে
পরের ঘরে আগুন দিয়ে
সাইয়িদ রফিকুল হক
পরের ঘরে আগুন দিয়ে
শান্তি নাইরে মনের ঘরে,
আজকে তুমি খুশি হলেও
কাঁদবে ঠিকই জনমভরে।
ভালোবাসার একটা মনে
কেন দেখি এতো ব্যাধি!
পরের এতো করছো ক্ষতি
বিবেক তোমার হয় না তবুও
একটু প্রতিবাদী?
পরের ঘরে আগুন দিয়ে
আর কতকাল থাকবে সুখে?
বিধির বিধান লেপ্টে যাবে
চুনকালি যে পড়বে তোমার মুখে।
সময় থাকতে একটু ভালো
হও না সকল ঈর্ষাকাতর জীব,
বিশ্বজুড়ে তবেই জ্বলবে
ভালোবাসার বিরাট প্রদীপ।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
পরের ঘরে আগুন দিয়ে
শান্তি নাইরে মনের ঘরে,
আজকে তুমি খুশি হলেও
কাঁদবে ঠিকই জনমভরে।
ভালোবাসার একটা মনে
কেন দেখি এতো ব্যাধি!
পরের এতো করছো ক্ষতি
বিবেক তোমার হয় না তবুও
একটু প্রতিবাদী?
পরের ঘরে আগুন দিয়ে
আর কতকাল থাকবে সুখে?
বিধির বিধান লেপ্টে যাবে
চুনকালি যে পড়বে তোমার মুখে।
সময় থাকতে একটু ভালো
হও না সকল ঈর্ষাকাতর জীব,
বিশ্বজুড়ে তবেই জ্বলবে
ভালোবাসার বিরাট প্রদীপ।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৮/০৬/২০২০ভালোই
-
Md. Rayhan Kazi ২৮/০৬/২০২০মুগ্ধতা একরাশ
-
ফয়জুল মহী ২৭/০৬/২০২০মনোহর ও মনোরম লেখনী