মনটাকে কত বলি
মনটাকে কত বলি
সাইয়িদ রফিকুল হক
এই মনটাকে কত বলি
একটু ভালো হয়ে চল,
সারাদিনে তোর পাশে যেন
আসে নাকো কোনো খল!
চারিদিকে এখন দেখি
টাউট-বাটপাড় করছে গিজ গিজ,
এদের ফাঁদে আটকে যাসনে
তুই সাধারণ নাচিজ!
পাপীদের ভিড় লেগে আছে
সারাজাহান-জুড়ে,
এই পাপীরা টিকে আছে
সৎমানুষের কবর খুঁড়ে!
এই মনটাকে রোজ বলি
সৎমানুষের সঙ্গে চল,
সারাদিনে আর তুই শুধু
সত্যকথা বল।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
এই মনটাকে কত বলি
একটু ভালো হয়ে চল,
সারাদিনে তোর পাশে যেন
আসে নাকো কোনো খল!
চারিদিকে এখন দেখি
টাউট-বাটপাড় করছে গিজ গিজ,
এদের ফাঁদে আটকে যাসনে
তুই সাধারণ নাচিজ!
পাপীদের ভিড় লেগে আছে
সারাজাহান-জুড়ে,
এই পাপীরা টিকে আছে
সৎমানুষের কবর খুঁড়ে!
এই মনটাকে রোজ বলি
সৎমানুষের সঙ্গে চল,
সারাদিনে আর তুই শুধু
সত্যকথা বল।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৯/০৬/২০২০অনন্য বৈশিষ্ট মন্ডিত
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৬/২০২০বাস্তবিক।
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৬/২০২০সীমাহীণ মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
-
Md. Rayhan Kazi ২৬/০৬/২০২০অসাধারণ মুগ্ধতা একরাশ
-
ফয়জুল মহী ২৬/০৬/২০২০অনিন্দ্য সুন্দর লেখনী ।