তাপমাত্রা-সমাচার
তাপমাত্রা-সমাচার
সাইয়িদ রফিকুল হক
তাপমাত্রা যে কয় না কথা
কাউকে এখন ছেড়ে,
অনেকরকম দুঃখ-কষ্ট
যাচ্ছে আরও বেড়ে!
ভিতর-বাইরে গরম এখন
দিচ্ছে ভীষণ চাপ,
গরিবলোকে পাচ্ছে নাকো
কোথাও একটু মাফ!
হাঁটতে গরম চলতে গরম,
গরম চারিদিকে,
মানুষগুলোর বাঁচার আশা
হচ্ছে যেন ফিকে!
তাপমাত্রার এই আগ্রাসনে
গরিব মরে কষ্টে,
তবুও দেখি ভেংচি কেটে
হাসে কত নষ্টে!
তাপমাত্রা তুই আর কতকাল
করবি এমন জ্বালাতন?
তোর পাপে যে গরিব মানুষ
হারায় বুঝি পাটাতন!
সাইয়িদ রফিকুল হক
২৫/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
তাপমাত্রা যে কয় না কথা
কাউকে এখন ছেড়ে,
অনেকরকম দুঃখ-কষ্ট
যাচ্ছে আরও বেড়ে!
ভিতর-বাইরে গরম এখন
দিচ্ছে ভীষণ চাপ,
গরিবলোকে পাচ্ছে নাকো
কোথাও একটু মাফ!
হাঁটতে গরম চলতে গরম,
গরম চারিদিকে,
মানুষগুলোর বাঁচার আশা
হচ্ছে যেন ফিকে!
তাপমাত্রার এই আগ্রাসনে
গরিব মরে কষ্টে,
তবুও দেখি ভেংচি কেটে
হাসে কত নষ্টে!
তাপমাত্রা তুই আর কতকাল
করবি এমন জ্বালাতন?
তোর পাপে যে গরিব মানুষ
হারায় বুঝি পাটাতন!
সাইয়িদ রফিকুল হক
২৫/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৬/০৬/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ২৫/০৬/২০২০মননশীল লেখা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/০৬/২০২০সুন্দর।