দণ্ডভার
দণ্ডভার
সাইয়িদ রফিকুল হক
তোমার হাতেই দণ্ড প্রভু
তোমার হাতেই সব
আমরা শুধুই করি কলরব!
কী আছে আমাদের?
কে আছে আমাদের?
তুমি শুধু সহায় জগতের।
কী যে এক ভুলে
আমরা করি কোলাহল!
আর নিয়মিত ধরে আছি হল।
সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
তোমার হাতেই দণ্ড প্রভু
তোমার হাতেই সব
আমরা শুধুই করি কলরব!
কী আছে আমাদের?
কে আছে আমাদের?
তুমি শুধু সহায় জগতের।
কী যে এক ভুলে
আমরা করি কোলাহল!
আর নিয়মিত ধরে আছি হল।
সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৩/০৬/২০২০বাহ্
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৬/২০২০মন্ত্রমুগ্ধ!
-
ফয়জুল মহী ২২/০৬/২০২০অসাধারণ লেখা ।