মুখে-মুখে ভালোবাসা
মুখে-মুখে ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক
মুখে ভালোবেসে লাভ কী বলো?
অন্তর যদি করে ঘৃণা!
ভালোবাসা মরে গেছে কবে
মৃত প্রেম আর কি হয় জাগ্রত?
সজীব দেহে বাসা বেঁধেছে ঘুণ
বিশ্বাস মরে পড়ে আছে বুকগর্ভে!
হাতে–হাতে বারেবারে ঘুরছে শুধু
তারছেঁড়া ভালোবাসার প্ল্যাকার্ড!
কারও জন্য কারও মন কাঁদে না একটুও
দেহ চায় শুধু দেহ—সবখানে দেহের গন্ধ!
জেনেশুনে, চোখে দেখে, এ-কে তোমরা
আর কখনো বলবে না ভালোবাসা।
মুখে-মুখে লৌকিক ভালোবাসার
চারিদিকে আজ কত কাব্যকলা!
ভিতরে জমে আছে ঘৃণার শ্লেষ্মা!
সারা মনে ঘৃণা মেখে তবে কেন
ভালোবাসার নামে এই অভিনয়?
সাইয়িদ রফিকুল হক
২১/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
মুখে ভালোবেসে লাভ কী বলো?
অন্তর যদি করে ঘৃণা!
ভালোবাসা মরে গেছে কবে
মৃত প্রেম আর কি হয় জাগ্রত?
সজীব দেহে বাসা বেঁধেছে ঘুণ
বিশ্বাস মরে পড়ে আছে বুকগর্ভে!
হাতে–হাতে বারেবারে ঘুরছে শুধু
তারছেঁড়া ভালোবাসার প্ল্যাকার্ড!
কারও জন্য কারও মন কাঁদে না একটুও
দেহ চায় শুধু দেহ—সবখানে দেহের গন্ধ!
জেনেশুনে, চোখে দেখে, এ-কে তোমরা
আর কখনো বলবে না ভালোবাসা।
মুখে-মুখে লৌকিক ভালোবাসার
চারিদিকে আজ কত কাব্যকলা!
ভিতরে জমে আছে ঘৃণার শ্লেষ্মা!
সারা মনে ঘৃণা মেখে তবে কেন
ভালোবাসার নামে এই অভিনয়?
সাইয়িদ রফিকুল হক
২১/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২১/০৬/২০২০বাহ্ চমৎকার
-
গোলাম কিবরিয়া সৌখিন ২১/০৬/২০২০দারূণ প্রকাশ । শুভকামনা র্সবদা
-
ফয়জুল মহী ২১/০৬/২০২০Fantastic
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৬/২০২০সুন্দর।