আপনপর-ভাবনা
আপনপর-ভাবনা
সাইয়িদ রফিকুল হক
কারে ভাবি আপন
আর কারে ভাবি পর,
পিছনফিরে দেখি
কোথাও নাই যে দোসর!
বুকের ভিতরে জমে আছে
কত রাজ্যের বরফ,
সবখানে ব্যথা আর ব্যথা
কোথাও নাই যে ভালোবাসার হরফ!
দিনের-পর-দিন চলছে অভিনয়
সবাই ভালো-কুশলী শিল্পী,
সবার হাতেই দেখি
হিংসাভরা বিরাট তল্পি!
কারে ভাবি আপন
আর কারে ভাবি পর,
কাছের মানুষের প্রতারণা দেখে
গায়ে আসে জ্বর!
সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
কারে ভাবি আপন
আর কারে ভাবি পর,
পিছনফিরে দেখি
কোথাও নাই যে দোসর!
বুকের ভিতরে জমে আছে
কত রাজ্যের বরফ,
সবখানে ব্যথা আর ব্যথা
কোথাও নাই যে ভালোবাসার হরফ!
দিনের-পর-দিন চলছে অভিনয়
সবাই ভালো-কুশলী শিল্পী,
সবার হাতেই দেখি
হিংসাভরা বিরাট তল্পি!
কারে ভাবি আপন
আর কারে ভাবি পর,
কাছের মানুষের প্রতারণা দেখে
গায়ে আসে জ্বর!
সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২২/০৬/২০২০অ ন ব দ্য
-
Md. Rayhan Kazi ২০/০৬/২০২০বাহ্ চমৎকার
-
গোলাম কিবরিয়া সৌখিন ২০/০৬/২০২০কঠিন বাস্তবতা ।
-
ফয়জুল মহী ২০/০৬/২০২০অনুপম, অতুলনীয় লেখা। ভালোই হয়েছে।