করোনা থেকে বাঁচতে হলে
করোনা থেকে বাঁচতে হলে
করোনা এখন ভয়ানক ব্যাধি। সারাবিশ্বে এটি হানা দিয়েছে। আমাদের বাংলাদেশেও মরছে অনেক মানুষ। এর থেকে বাঁচার উপায় কী?
এখনও পর্যন্ত করোনা-রোগের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। কাজেকাজিই বাঁচার পথ নিজেনিজেই খুঁজে নিতে হবে। নিয়মিত স্বাস্থ্যকর ও ভিটামিন সি-জাতীয় খাবার এখন বেশি-বেশি খেতে হবে। আর সবার আগে মহান আল্লাহর ওপর বিশ্বাস রেখে তাঁর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে।
আর সবসময় পড়তে হবে:
হাসবি রাব্বি জাল্লাল্লাহ,
মাফী কাল্ববী গাইরুল্লা,
নুর মোহাম্মদ সাল্লাল্লাহ,
লা-ইলাহা ইল্লাল্লাহ।
(মোহাম্মাদুর রাসুলুল্লাহ সা.)
করোনা এখন ভয়ানক ব্যাধি। সারাবিশ্বে এটি হানা দিয়েছে। আমাদের বাংলাদেশেও মরছে অনেক মানুষ। এর থেকে বাঁচার উপায় কী?
এখনও পর্যন্ত করোনা-রোগের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। কাজেকাজিই বাঁচার পথ নিজেনিজেই খুঁজে নিতে হবে। নিয়মিত স্বাস্থ্যকর ও ভিটামিন সি-জাতীয় খাবার এখন বেশি-বেশি খেতে হবে। আর সবার আগে মহান আল্লাহর ওপর বিশ্বাস রেখে তাঁর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে।
আর সবসময় পড়তে হবে:
হাসবি রাব্বি জাল্লাল্লাহ,
মাফী কাল্ববী গাইরুল্লা,
নুর মোহাম্মদ সাল্লাল্লাহ,
লা-ইলাহা ইল্লাল্লাহ।
(মোহাম্মাদুর রাসুলুল্লাহ সা.)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২০/০৬/২০২০ঠিক
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/০৬/২০২০সচেতনমূলক মূল্যবান লেখা।
মুগ্ধতা একরাশ প্রিয়। -
ফয়জুল মহী ১৮/০৬/২০২০Right .
-
Md. Rayhan Kazi ১৮/০৬/২০২০যথার্থ বলেছেন প্রিয়।