আকাশকালো মেঘে
আকাশকালো মেঘে
সাইয়িদ রফিকুল হক
আকাশকালো গুমোট হাওয়ায়
কত যে মেঘের ডাক!
ভেবেছিলাম আজকে বুঝি
বৃষ্টির থাকবে না রাখঢাক।
বৃষ্টি এলো অনেক পরে
গুনে দেখি কয়েক ফোঁটা!
জল না পেয়ে কেঁদে উঠলো
উঠানে পড়ে থাকা লোটা!
আকাশকালো মেঘের রূপে
আর মজি না প্রেমে,
দুই-তিন ফোঁটা বৃষ্টির জলে
আরও উঠলাম ঘেমে!
সাইয়িদ রফিকুল হক
১৩/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
আকাশকালো গুমোট হাওয়ায়
কত যে মেঘের ডাক!
ভেবেছিলাম আজকে বুঝি
বৃষ্টির থাকবে না রাখঢাক।
বৃষ্টি এলো অনেক পরে
গুনে দেখি কয়েক ফোঁটা!
জল না পেয়ে কেঁদে উঠলো
উঠানে পড়ে থাকা লোটা!
আকাশকালো মেঘের রূপে
আর মজি না প্রেমে,
দুই-তিন ফোঁটা বৃষ্টির জলে
আরও উঠলাম ঘেমে!
সাইয়িদ রফিকুল হক
১৩/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৬/০৬/২০২০মুগ্ধতা একরাশ মেঘের আড়ালে
-
কে এম শাহ্ রিয়ার ১৪/০৬/২০২০অসাধারণ প্রকাশ!
-
গোলাম কিবরিয়া সৌখিন ১৪/০৬/২০২০প্রকাশ ভঙ্গি ভালো।
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৬/২০২০অনবদ্য উপমায় রূপক।
-
পি পি আলী আকবর ১৪/০৬/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ১৩/০৬/২০২০চমৎকার
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৬/২০২০সুন্দর হয়েছে।