করোনা-ভাইরাস কমে যাবে
করোনা-ভাইরাস কমে যাবে
বিশ্বজুড়ে করোনা-ভাইরাসের তাণ্ডবলীলা অব্যাহত রয়েছে। বাংলাদেশেও এই ভাইরাস ব্যাপকভাবে হামলা করেছে। কিন্তু এই ভাইরাস আমাদের আবহাওয়ায় তেমন-একটা ক্ষতি করতে পারতো না। এই ভাইরাসকে আমরাই সুযোগ করে দিয়েছি। আমাদের দেশে একটা অমানুষশ্রেণি আছে। এরা কোনোপ্রকার আইনকানুন মানতে রাজী নয়। এরা যদি একটু মানুষ হতো তাহলে করোনা-ভাইরাস আমাদের তেমন কিছুই করতে পারতো না। আমরাও তাহলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাতারে থাকতে পারতাম। কিন্তু বাঙালি একটা অংশ একটু মানুষ হবে কি?
বিশ্বজুড়ে করোনা-ভাইরাসের তাণ্ডবলীলা অব্যাহত রয়েছে। বাংলাদেশেও এই ভাইরাস ব্যাপকভাবে হামলা করেছে। কিন্তু এই ভাইরাস আমাদের আবহাওয়ায় তেমন-একটা ক্ষতি করতে পারতো না। এই ভাইরাসকে আমরাই সুযোগ করে দিয়েছি। আমাদের দেশে একটা অমানুষশ্রেণি আছে। এরা কোনোপ্রকার আইনকানুন মানতে রাজী নয়। এরা যদি একটু মানুষ হতো তাহলে করোনা-ভাইরাস আমাদের তেমন কিছুই করতে পারতো না। আমরাও তাহলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাতারে থাকতে পারতাম। কিন্তু বাঙালি একটা অংশ একটু মানুষ হবে কি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৬/২০২০
-
সঞ্জয় শর্মা ১৩/০৬/২০২০বাংলাদেশে করোনা ভাইরাস-এর বিস্তার লাভ করার দুটি প্রধান কারণ :
১. গার্মেন্টস শ্রমিকদের নিয়ে পরিহাস তামাশা করা।
২. ঈদের আগে লকডাউন শিথিল করা। -
গোলাম কিবরিয়া সৌখিন ১৩/০৬/২০২০দিনআনা দিন খাওয়া মানুষের দেশের সাথে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তুলনায় অবাক হলাম। বাংলাদেশের মানুষের মনের কথা টা জানার চেষ্টা করলে কবি সহজ হবে বেপার টা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৬/২০২০কমে গেলেই ভাল...
-
ফয়জুল মহী ১২/০৬/২০২০যথার্থ ও চরম বাস্তবতার নিখুঁত প্রকাশ
হবে হবে নাশ।