ভালোবাসার কথা আর বোলো না
ভালোবাসার কথা আর বোলো না
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসার কথা আমার কাছে কেউ আর বোলো না,
ভালোবাসার মানে তো এখন শুধু জীবনভরা লাঞ্ছনা!
ভালোবাসা না দেখেই ভুলে গেছি তার মিষ্টিমধুর কথা,
ওই নাম শুনলে যে হৃদয়ে বাড়ে আরও বেশি ব্যথা!
ভালোবাসা শত্রু না বন্ধু তাও ভাবি না এই জীবনে আর,
শুধু মনে হয় ভালোবাসা অভিনয়ে প্রতারণা করে বারবার।
এই জীবনে ভালোবেসে চাই না আর কোনো নতুন বঞ্চনা।
তোমরা যারা অনেক ভালো ডুবে যেতে পারো কঠিন ভালোবোসায়,
কিন্তু আজ আমি ভয় পাই শুধু ভালোবাসা নয়—ভালোবাসার ছায়ায়!
আমার এই জীবনটা কয়লাখনি হয়ে গেছে শুধু ভালোবাসার দানে!
তোমাদের এই ছলকলার ভালোবাসা ঘৃণা করে গেলাম মনেপ্রাণে।
এখন আমার সাথে থাকবে না এমন কোনো জীবনযন্ত্রণা।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসার কথা আমার কাছে কেউ আর বোলো না,
ভালোবাসার মানে তো এখন শুধু জীবনভরা লাঞ্ছনা!
ভালোবাসা না দেখেই ভুলে গেছি তার মিষ্টিমধুর কথা,
ওই নাম শুনলে যে হৃদয়ে বাড়ে আরও বেশি ব্যথা!
ভালোবাসা শত্রু না বন্ধু তাও ভাবি না এই জীবনে আর,
শুধু মনে হয় ভালোবাসা অভিনয়ে প্রতারণা করে বারবার।
এই জীবনে ভালোবেসে চাই না আর কোনো নতুন বঞ্চনা।
তোমরা যারা অনেক ভালো ডুবে যেতে পারো কঠিন ভালোবোসায়,
কিন্তু আজ আমি ভয় পাই শুধু ভালোবাসা নয়—ভালোবাসার ছায়ায়!
আমার এই জীবনটা কয়লাখনি হয়ে গেছে শুধু ভালোবাসার দানে!
তোমাদের এই ছলকলার ভালোবাসা ঘৃণা করে গেলাম মনেপ্রাণে।
এখন আমার সাথে থাকবে না এমন কোনো জীবনযন্ত্রণা।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৬/২০২০ভালোবাসার সুন্দর সংমিশ্রণ।
-
ফয়জুল মহী ০৯/০৬/২০২০কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৯/০৬/২০২০দারুন...