আগে কত সুন্দর ছিল
আগে কত সুন্দর ছিল
সাইয়িদ রফিকুল হক
আগে কত সুন্দর ছিল আমাদের ছবির মতো দেশ,
সহজ-সরল মানুষের কথা বললে হবে নাতো শেষ!
মানুষের মনে তখন ছিল ভালোবাসা আর ভালোবাসা,
হিংসা ছিল না কারও মনে—কত সুন্দর ছিল সবার আশা,
মানুষগুলো এখন যেন কেমন অচেনা হয়ে গেছে হঠাৎ করে,
ভাবতে অবাক লাগেআমরা কি বাঙালি ছিলাম হাজার বছরে ধরে!
হিংসা-ঘৃণায় ডুবে-ডুবে আমরা কি এভাবে হয়ে যাবো একেবারে শেষ?
ভালোবাসার সেই মানুষগুলো কেমন করে কোথায় যেন চলে গেল!
খুনাখুনি আর হানাহানির দিন কেন যে আমাদের জীবনে এলো!
সেই সহজ-সুন্দর মানুষগুলো সরল মনে কেন যে আর হেসে ওঠে না!
সবার সহজ বুকে ছবির মতো নিষ্পাপ স্বপ্ন কেন আবার ভাসে না!
বাংলার ঘরে-ঘরে হিংসামুক্ত সহজ-সরল মানুষ কি আবার জন্ম নিবে না?
হিংসা-লোভের বেড়াজাল ভেঙে কবে জেগে উঠবে মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশ।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
আগে কত সুন্দর ছিল আমাদের ছবির মতো দেশ,
সহজ-সরল মানুষের কথা বললে হবে নাতো শেষ!
মানুষের মনে তখন ছিল ভালোবাসা আর ভালোবাসা,
হিংসা ছিল না কারও মনে—কত সুন্দর ছিল সবার আশা,
মানুষগুলো এখন যেন কেমন অচেনা হয়ে গেছে হঠাৎ করে,
ভাবতে অবাক লাগেআমরা কি বাঙালি ছিলাম হাজার বছরে ধরে!
হিংসা-ঘৃণায় ডুবে-ডুবে আমরা কি এভাবে হয়ে যাবো একেবারে শেষ?
ভালোবাসার সেই মানুষগুলো কেমন করে কোথায় যেন চলে গেল!
খুনাখুনি আর হানাহানির দিন কেন যে আমাদের জীবনে এলো!
সেই সহজ-সুন্দর মানুষগুলো সরল মনে কেন যে আর হেসে ওঠে না!
সবার সহজ বুকে ছবির মতো নিষ্পাপ স্বপ্ন কেন আবার ভাসে না!
বাংলার ঘরে-ঘরে হিংসামুক্ত সহজ-সরল মানুষ কি আবার জন্ম নিবে না?
হিংসা-লোভের বেড়াজাল ভেঙে কবে জেগে উঠবে মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশ।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৬/২০২০আগে কি সুন্দর দিন কাটাইতাম!
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/০৬/২০২০সবই কালের গর্ভে বিলীণ হয়ে গেছে প্রিয় কবি।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৬/২০২০ভাল লেখা।
-
ফয়জুর রহমান সজীব ০৮/০৬/২০২০বেড়াজালে আবদ্ধ
-
ফয়জুল মহী ০৮/০৬/২০২০ভালো লাগলো লেখা ।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৮/০৬/২০২০অসাধারণ লিখেছেন