মনবাগানের যত্ন
মনবাগানের যত্ন
সাইয়িদ রফিকুল হক
কতকাল আর ফুটাবি রে তুই
মাটির বাগানে ফুল!
মনবাগান যে রইলো পতিত
এবার ভাঙ রে তোর জীবনের ভুল!
জীবনবৃক্ষ চোখের সামনে
তবু কেন তুই রইলি অন্ধ!
নিজের বাগানে আয় রে সবাই
প্রহসন কর বন্ধ।
যে ভালোবাসায় মনবাগানের
যত্ন করবে একটুখানি,
তার জীবনেই জাগবে আবার
নতুন আশার বাণী।
ভালোবাসাভরা বাগানখানি যে
কেন তুই ফেলে রাখিস!
মাটির গন্ধে মাতোয়ারা হয়ে
মনবাগানেই ফিরে আসিস।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
কতকাল আর ফুটাবি রে তুই
মাটির বাগানে ফুল!
মনবাগান যে রইলো পতিত
এবার ভাঙ রে তোর জীবনের ভুল!
জীবনবৃক্ষ চোখের সামনে
তবু কেন তুই রইলি অন্ধ!
নিজের বাগানে আয় রে সবাই
প্রহসন কর বন্ধ।
যে ভালোবাসায় মনবাগানের
যত্ন করবে একটুখানি,
তার জীবনেই জাগবে আবার
নতুন আশার বাণী।
ভালোবাসাভরা বাগানখানি যে
কেন তুই ফেলে রাখিস!
মাটির গন্ধে মাতোয়ারা হয়ে
মনবাগানেই ফিরে আসিস।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুর রহমান সজীব ০৮/০৬/২০২০মায়া
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৬/২০২০Very Nice.
-
ফয়জুল মহী ০৮/০৬/২০২০সুন্দর লেখনী
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৮/০৬/২০২০ভালো...