তুই মীরজাফর রে
তুই মীরজাফর রে
সাইয়িদ রফিকুল হক
দেশের সেবা না করে তুই
বড়কথা বলিস কেন মুখে?
তোর বুকে যে আঘাত লাগে
জনগণের সুখে!
তুই যে ছাগল অনেক পাপী
দেশের বড় গাধা,
দেশ ছেড়ে তুই যা না চলে
কে দিয়েছে বাধা?
দেশে থেকে দেশের খাবি
করবি দেশের ক্ষতি,
তুই তো দেখি মীরজাফর রে
ভীষণ পাজী অতি!
পাপের ঘরের পাপের ছেলে
চায় না দেশের ভালো,
দেশজনতার খুশি দেখে
মুখটি এদের কালো!
এই পাপীরা সমাজদেহে
হচ্ছে আসল ক্যানসার,
পাকিপ্রেমী এই পশুরা
দেশবিরোধী ড্যান্সার!
বড়কথা বলার আগে
কাজটা করো বড়,
নইলে পাপী নিজের গলা
নিজেই টিপে ধরো।
পাপ করেছে তোমার বাপে
পাপ করছো তুমি,
তোমার মতো নগ্নপাপীর
ঠাঁই দিবে না রক্তকেনা ভূমি।
পাপের ঘরের পাপের ছেলে
হও না একটু ভালো,
দেশজনতার বিরাট সুখে
মুখ কোরো না কালো।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
দেশের সেবা না করে তুই
বড়কথা বলিস কেন মুখে?
তোর বুকে যে আঘাত লাগে
জনগণের সুখে!
তুই যে ছাগল অনেক পাপী
দেশের বড় গাধা,
দেশ ছেড়ে তুই যা না চলে
কে দিয়েছে বাধা?
দেশে থেকে দেশের খাবি
করবি দেশের ক্ষতি,
তুই তো দেখি মীরজাফর রে
ভীষণ পাজী অতি!
পাপের ঘরের পাপের ছেলে
চায় না দেশের ভালো,
দেশজনতার খুশি দেখে
মুখটি এদের কালো!
এই পাপীরা সমাজদেহে
হচ্ছে আসল ক্যানসার,
পাকিপ্রেমী এই পশুরা
দেশবিরোধী ড্যান্সার!
বড়কথা বলার আগে
কাজটা করো বড়,
নইলে পাপী নিজের গলা
নিজেই টিপে ধরো।
পাপ করেছে তোমার বাপে
পাপ করছো তুমি,
তোমার মতো নগ্নপাপীর
ঠাঁই দিবে না রক্তকেনা ভূমি।
পাপের ঘরের পাপের ছেলে
হও না একটু ভালো,
দেশজনতার বিরাট সুখে
মুখ কোরো না কালো।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৮/০৭/২০২০মনোমুগ্ধকর লেখনী
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৭/০৬/২০২০বেশ লেগেছে
-
বোরহানুল ইসলাম লিটন ০৭/০৬/২০২০করোনার চেয়েও এরা ভয়ংকর।
-
পি পি আলী আকবর ০৭/০৬/২০২০সুন্দর
-
রহমতুল্লাহ লিখন ০৭/০৬/২০২০অসাধারন
-
ফয়জুল মহী ০৬/০৬/২০২০অত্যন্ত মনোমুগ্ধকর।