মানুষের বুদ্ধি
মানুষের বুদ্ধি
সাইয়িদ রফিকুল হক
একগুচ্ছ ফুল
অনেক বেশি ভালোবেসে
দিয়েছিলাম তার হাতে
ফুল নেয়নি সে
ফেলে দিলো রাস্তায়,
আর কে যেন একদলা
থুতু ফেলে দিলো ঘৃণায়
হঠাৎ করে তার সামনে,
অমনি খেলো সে তা চেটে
কত বুদ্ধি আজ তার মাথায়!
ভালোবাসার জোর নাই এখন
ঘৃণার শক্তি বেশি,
তাইতো দেখি বুদ্ধির ঢেঁকি
জেনেশুনে ভালোবাসে পেশি!
সাইয়িদ রফিকুল হক
০৫/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
একগুচ্ছ ফুল
অনেক বেশি ভালোবেসে
দিয়েছিলাম তার হাতে
ফুল নেয়নি সে
ফেলে দিলো রাস্তায়,
আর কে যেন একদলা
থুতু ফেলে দিলো ঘৃণায়
হঠাৎ করে তার সামনে,
অমনি খেলো সে তা চেটে
কত বুদ্ধি আজ তার মাথায়!
ভালোবাসার জোর নাই এখন
ঘৃণার শক্তি বেশি,
তাইতো দেখি বুদ্ধির ঢেঁকি
জেনেশুনে ভালোবাসে পেশি!
সাইয়িদ রফিকুল হক
০৫/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৮/০৭/২০২০দারুন
-
গোলাম কিবরিয়া সৌখিন ০৬/০৬/২০২০অসাধারণ ভাবনা।
-
ফয়জুল মহী ০৫/০৬/২০২০নিখুঁত প্রকাশ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৫/০৬/২০২০অসাধারণ লেখনী
-
মু,সায়েম আহমাদ। ০৫/০৬/২০২০ফুল হলো ভালোবাসার বিনিময়ের মাধ্যম।যে ফুল ভালোবাসে,সে কখনো ফুলকে মাটিতে পেলে দিতে পারে না।