মানুষ হওয়ার সময় গেলে
মানুষ হওয়ার সময় গেলে
সাইয়িদ রফিকুল হক
মানুষ হওয়ার সময় গেলে
আর পাবি না বল,
এই জগতে ভোগ করে যে
সবাই পাপের ফল।
নিজের ভুলে নিজের পায়ে
মারলি তোরা কুড়াল,
খোঁড়া পায়ে কেমন করে
দিবি আবার উড়াল?
মূর্খগুলোর বড়াই বেশি
কান পাতে না সতে,
সঠিক পথে আসতে এরা
চায় না কোনোমতে।
মানুষ হওয়ার সময় গেলে
ভুগবি পাপের ফলে,
কাজ হবে না আর যে তখন
হত মনোবলে।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
মানুষ হওয়ার সময় গেলে
আর পাবি না বল,
এই জগতে ভোগ করে যে
সবাই পাপের ফল।
নিজের ভুলে নিজের পায়ে
মারলি তোরা কুড়াল,
খোঁড়া পায়ে কেমন করে
দিবি আবার উড়াল?
মূর্খগুলোর বড়াই বেশি
কান পাতে না সতে,
সঠিক পথে আসতে এরা
চায় না কোনোমতে।
মানুষ হওয়ার সময় গেলে
ভুগবি পাপের ফলে,
কাজ হবে না আর যে তখন
হত মনোবলে।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৪/০৬/২০২০অনুপম, অতুলনীয় লেখা.
-
শ্রীমান দে ০৪/০৬/২০২০লেখনীর সুন্দরতম নিদর্শন প্রিয়কবি. ভালো থাকুন সর্বদা.
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৪/০৬/২০২০অসাধারণ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৪/০৬/২০২০চমৎকার ভাবনার প্রকাশ