ভালোলাগার অনেককিছু
ভালোলাগার অনেককিছু
সাইয়িদ রফিকুল হক
ভালোলাগার অনেককিছু ভালো লাগে না,
আগের মতো মনটা যেন সুস্থির রয় না!
শরীরে কোনো ব্যাধি নেইকো—আছে কি মনে?
বুকটা কেন কেঁপে ওঠে—কার কথা ভেবে ক্ষণে-ক্ষণে!
ভালোলাগার অনেককিছু এখন যেন ভালো লাগে না,
কার মুখটা স্মরণে আসে—মনটা যেন কিছুতেই মানে না!
সবকিছুতে বার্ধক্য আসে—মনটা থাকে শুধু সজীব,
ভালোবাসাটা মুছে যায় না—সে যে খুবই আজিব!
এমন কথা, দুঃখের কথা ভাগ করবো কাহার সনে?
দুঃখ ভোলাতে কেউ কি আজ দোসর হবে একটুখানি নির্জনে?
ভালোলাগার অনেককিছু ভুলে গিয়েছি আজ ইচ্ছে করে,
এই জগতে আশা করি না—কাউকে পাবো আপন ধরে।
মনগহীনে কীসের যেন চলছে শুধু কেমন কাটাকাটি!
একটি মুখ হঠাৎ এসে দিনের সব দিচ্ছে করে মাটি!
কাকে বলবো, কাকে ডাকবো, এমন দুঃখ ভোলার ধ্যানে,
বুকটা ভাঙে, দুঃখ বাড়ায় ইচ্ছে করে আমার চেনা আপনজনে!
সাইয়িদ রফিকুল হক
০৪/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
ভালোলাগার অনেককিছু ভালো লাগে না,
আগের মতো মনটা যেন সুস্থির রয় না!
শরীরে কোনো ব্যাধি নেইকো—আছে কি মনে?
বুকটা কেন কেঁপে ওঠে—কার কথা ভেবে ক্ষণে-ক্ষণে!
ভালোলাগার অনেককিছু এখন যেন ভালো লাগে না,
কার মুখটা স্মরণে আসে—মনটা যেন কিছুতেই মানে না!
সবকিছুতে বার্ধক্য আসে—মনটা থাকে শুধু সজীব,
ভালোবাসাটা মুছে যায় না—সে যে খুবই আজিব!
এমন কথা, দুঃখের কথা ভাগ করবো কাহার সনে?
দুঃখ ভোলাতে কেউ কি আজ দোসর হবে একটুখানি নির্জনে?
ভালোলাগার অনেককিছু ভুলে গিয়েছি আজ ইচ্ছে করে,
এই জগতে আশা করি না—কাউকে পাবো আপন ধরে।
মনগহীনে কীসের যেন চলছে শুধু কেমন কাটাকাটি!
একটি মুখ হঠাৎ এসে দিনের সব দিচ্ছে করে মাটি!
কাকে বলবো, কাকে ডাকবো, এমন দুঃখ ভোলার ধ্যানে,
বুকটা ভাঙে, দুঃখ বাড়ায় ইচ্ছে করে আমার চেনা আপনজনে!
সাইয়িদ রফিকুল হক
০৪/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মু,সায়েম আহমাদ। ০৫/০৬/২০২০ভালো হয়েছে।
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০৬/২০২০সুন্দর ভাবনাময়।
-
ফয়জুল মহী ০৪/০৬/২০২০অনুপম,
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৬/২০২০Very good.