শক্তি দাও প্রভু
শক্তি দাও প্রভু
সাইয়িদ রফিকুল হক
খাদ্য চাই না প্রভু,
অন্ন চাই না প্রভু,
বস্ত্র চাই না প্রভু,
বাসস্থানও চাই না,
চাই না চিকিৎসাও।
শুধু চাই শক্তি,
আর মনোবল।
প্রভু শক্তি দাও,
শক্তি দাও প্রভু,
যেন পৃথিবীর সকল আঘাতে
ভেঙে না পড়ে সাহসিকতায়
দাঁড়াতে পারি আবার সোজা হয়ে।
ক্ষেতের ফসল ডুবে গেলে যাক না,
ক্ষেতের ফসল পুড়ে গেলে যাক না,
ক্ষেতের ফসল ভেসে গেলে যাক না,
বন্যা-খরা-জলোচ্ছাস আরও আসুক না,
আসুক না যত সিডর-আইলা-আম্পান…
আমরা প্রস্তুত রয়েছি প্রভু সব দেখতে,
তুমি শুধু আমাদের শক্তি দিয়ো,
আর ধৈর্য দিয়ো নবী-রসুলদের মতো,
আমরা আবার ফসল ফলাবো নতুন করে
এগিয়ে যাবো সকল বাধার পাহাড় ভেঙে,
আমরা আবার ঘুরে দাঁড়াবো মাথা উঁচু করে।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
খাদ্য চাই না প্রভু,
অন্ন চাই না প্রভু,
বস্ত্র চাই না প্রভু,
বাসস্থানও চাই না,
চাই না চিকিৎসাও।
শুধু চাই শক্তি,
আর মনোবল।
প্রভু শক্তি দাও,
শক্তি দাও প্রভু,
যেন পৃথিবীর সকল আঘাতে
ভেঙে না পড়ে সাহসিকতায়
দাঁড়াতে পারি আবার সোজা হয়ে।
ক্ষেতের ফসল ডুবে গেলে যাক না,
ক্ষেতের ফসল পুড়ে গেলে যাক না,
ক্ষেতের ফসল ভেসে গেলে যাক না,
বন্যা-খরা-জলোচ্ছাস আরও আসুক না,
আসুক না যত সিডর-আইলা-আম্পান…
আমরা প্রস্তুত রয়েছি প্রভু সব দেখতে,
তুমি শুধু আমাদের শক্তি দিয়ো,
আর ধৈর্য দিয়ো নবী-রসুলদের মতো,
আমরা আবার ফসল ফলাবো নতুন করে
এগিয়ে যাবো সকল বাধার পাহাড় ভেঙে,
আমরা আবার ঘুরে দাঁড়াবো মাথা উঁচু করে।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৩/০৬/২০২০অনেক ভাবগম্ভীর লেখা। ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৬/২০২০শক্তি ও মনোবল দরকার।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৩/০৬/২০২০মনোমুগ্ধকর ভাবের প্রকাশ