যুদ্ধের প্রতিপক্ষ
যুদ্ধের প্রতিপক্ষ
সাইয়িদ রফিকুল হক
যুদ্ধ করতে ভালো লাগে,
প্রতিপক্ষ চিনতে পারলে
যুদ্ধ করতে খুব ভালো লাগে।
অদৃশ্য শত্রুর বিরুদ্ধে
যুদ্ধ করা যায় না কোনোভাবে।
আমরা এখন যুদ্ধ করছি
অদৃশ্য ছায়ার বিরুদ্ধে;
আমরা এখনও শত্রু চিনি না!
আমাদের প্রতিপক্ষ জানা নাই।
যুদ্ধ করতে খুব সাহস লাগে,
যুদ্ধ করতে-করতে সাহস বেড়ে যায় আরও,
শত্রু জানা থাকলে আরও ভালো লাগে।
চেনাশত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে
সাহস বেড়ে যায় আরও।
অদৃশ্য শত্রুর বিরুদ্ধে অদৃশ্য লোক সঙ্গে নিয়ে
যুদ্ধ জমে না কোনোকালে কোনোমতে।
আমরা এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করে-করে ক্লান্ত,
কবে যে চিনতে পারবো আমাদের সেই প্রতিপক্ষ!
সাইয়িদ রফিকুল হক
০১/০৬/২০২০
সাইয়িদ রফিকুল হক
যুদ্ধ করতে ভালো লাগে,
প্রতিপক্ষ চিনতে পারলে
যুদ্ধ করতে খুব ভালো লাগে।
অদৃশ্য শত্রুর বিরুদ্ধে
যুদ্ধ করা যায় না কোনোভাবে।
আমরা এখন যুদ্ধ করছি
অদৃশ্য ছায়ার বিরুদ্ধে;
আমরা এখনও শত্রু চিনি না!
আমাদের প্রতিপক্ষ জানা নাই।
যুদ্ধ করতে খুব সাহস লাগে,
যুদ্ধ করতে-করতে সাহস বেড়ে যায় আরও,
শত্রু জানা থাকলে আরও ভালো লাগে।
চেনাশত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে
সাহস বেড়ে যায় আরও।
অদৃশ্য শত্রুর বিরুদ্ধে অদৃশ্য লোক সঙ্গে নিয়ে
যুদ্ধ জমে না কোনোকালে কোনোমতে।
আমরা এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করে-করে ক্লান্ত,
কবে যে চিনতে পারবো আমাদের সেই প্রতিপক্ষ!
সাইয়িদ রফিকুল হক
০১/০৬/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৬/২০২০করোনা যুদ্ধ।
-
ফয়জুল মহী ০১/০৬/২০২০অনিন্দ্য সুন্দর লেখনী
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০১/০৬/২০২০মনোমুগ্ধকর লেখা