করোনাকালে
করোনাকালে
সাইয়িদ রফিকুল হক
করোনা আজ বসলো জেঁকে
বাংলাদেশের বুকে,
বিপদ বুঝে ভয় জমেছে
ভালোলোকের মুখে।
মানুষগুলো চুপসে গেছে
বেলুনফাটার মতো,
এই মানুষের মুখে হাসি
ছিল আগে কত!
এখনও যে জটলা করে
বিবেকহীন আর বেকুব,
বিপদটাকে বোঝে নাতো
মূর্খ এরা খুব।
ঘরে থাকার বুদ্ধি যাদের
একটুখানি নাই,
এই পাপীদের বলবে তুমি
কেমন করে ভাই?
করোনাকাল এলো বলে
সবাই ঢোকো ঘরে,
আড্ডাবাজি ঘোরাফেরা
করবে আরও পরে।
বীর-বাঙালি ভয় পেয়ো না
আল্লাহ-নামটা বলো,
শক্তি-সাহস সঙ্গে নিয়ে
বুদ্ধি-সাথে চলো।
সাইয়িদ রফিকুল হক
সাইয়িদ রফিকুল হক
করোনা আজ বসলো জেঁকে
বাংলাদেশের বুকে,
বিপদ বুঝে ভয় জমেছে
ভালোলোকের মুখে।
মানুষগুলো চুপসে গেছে
বেলুনফাটার মতো,
এই মানুষের মুখে হাসি
ছিল আগে কত!
এখনও যে জটলা করে
বিবেকহীন আর বেকুব,
বিপদটাকে বোঝে নাতো
মূর্খ এরা খুব।
ঘরে থাকার বুদ্ধি যাদের
একটুখানি নাই,
এই পাপীদের বলবে তুমি
কেমন করে ভাই?
করোনাকাল এলো বলে
সবাই ঢোকো ঘরে,
আড্ডাবাজি ঘোরাফেরা
করবে আরও পরে।
বীর-বাঙালি ভয় পেয়ো না
আল্লাহ-নামটা বলো,
শক্তি-সাহস সঙ্গে নিয়ে
বুদ্ধি-সাথে চলো।
সাইয়িদ রফিকুল হক
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০৬/২০২০Khub valo
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩১/০৫/২০২০Excellent
-
ফয়জুল মহী ৩১/০৫/২০২০দুর্দান্ত প্রকাশ।