বেঈমানী তোর রক্তে
বেঈমানী তোর রক্তে
সাইয়িদ রফিকুল হক
বেঈমানী তোর রক্তে ছিল
তাইতে দিলি ডিগবাজি,
মানুষখুনের পরেও যে তুই
মস্তবড় হাজী!
কলিযুগে ঘটছে কত
অবাক করা কাণ্ড,
আজকে দেখি শয়তানীতে
ভরছে সবার ভাণ্ড!
মানুষ আছে পোশাকপরা
কিন্তু অনেক বেঈমান,
হাজার খুঁজেও পাই না এখন
একটা ভালো ইনসান।
মানুষগুলোর হচ্ছে কী যে!
নাই যে কারও ভাবনা,
পরের বুকে ছুরি মেরে
স্বার্থ শুধু আপনা!
বেঈমানী তোর রক্তে ছিল
তাইতে হইলি অসুর,
অন্ধকারে ঢাকা মনে
যায় না দেখা নুর।
ভালোমানুষ হয় না বেঈমান
হয় যে তারা ফেরেশতা,
এই জামানার পাপীগুলোর
করতে হবে শায়েস্তা।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
বেঈমানী তোর রক্তে ছিল
তাইতে দিলি ডিগবাজি,
মানুষখুনের পরেও যে তুই
মস্তবড় হাজী!
কলিযুগে ঘটছে কত
অবাক করা কাণ্ড,
আজকে দেখি শয়তানীতে
ভরছে সবার ভাণ্ড!
মানুষ আছে পোশাকপরা
কিন্তু অনেক বেঈমান,
হাজার খুঁজেও পাই না এখন
একটা ভালো ইনসান।
মানুষগুলোর হচ্ছে কী যে!
নাই যে কারও ভাবনা,
পরের বুকে ছুরি মেরে
স্বার্থ শুধু আপনা!
বেঈমানী তোর রক্তে ছিল
তাইতে হইলি অসুর,
অন্ধকারে ঢাকা মনে
যায় না দেখা নুর।
ভালোমানুষ হয় না বেঈমান
হয় যে তারা ফেরেশতা,
এই জামানার পাপীগুলোর
করতে হবে শায়েস্তা।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ৩০/০৫/২০২০মুগ্ধ হলাম কবি প্রিয়
-
মোহন দাস (বিষাক্ত কবি) ৩০/০৫/২০২০সুপার...
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৫/২০২০ঠিক
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৯/০৫/২০২০সঠিক
-
ফয়জুল মহী ২৯/০৫/২০২০Excellent