মনটাকে আজ
মনটাকে আজ
সাইয়িদ রফিকুল হক
মনটাকে আজ দিলাম একটা ঝাঁকি,
অমনি দেখি, জগতজুড়ে বিরাট ফাঁকি!
স্বার্থবিহীন কিছুই যে নাই কোনোখানে
আপনকোলে ঝোলা টানে সবাই মনেপ্রাণে!
ভালোবাসা মরে গেছে আজব-কঠিন রোগে,
সবাই ব্যস্ত সুখপ্রাচুর্যে-মহানন্দে জীবনভোগে!
মনটাকে আজ দোষ দিবো তাই কেমন করে?
প্রেমের ফুল যে ফোটে নাকো বদ্ধঘরে।
সবার মনে কঠিন ব্যাধি বেঁধেছে যে বিরাট বাসা,
মরুদস্যুর কাছে কেমনে কর ভালোবাসার আশা?
সাইয়িদ রফিকুল হক
২৭/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
মনটাকে আজ দিলাম একটা ঝাঁকি,
অমনি দেখি, জগতজুড়ে বিরাট ফাঁকি!
স্বার্থবিহীন কিছুই যে নাই কোনোখানে
আপনকোলে ঝোলা টানে সবাই মনেপ্রাণে!
ভালোবাসা মরে গেছে আজব-কঠিন রোগে,
সবাই ব্যস্ত সুখপ্রাচুর্যে-মহানন্দে জীবনভোগে!
মনটাকে আজ দোষ দিবো তাই কেমন করে?
প্রেমের ফুল যে ফোটে নাকো বদ্ধঘরে।
সবার মনে কঠিন ব্যাধি বেঁধেছে যে বিরাট বাসা,
মরুদস্যুর কাছে কেমনে কর ভালোবাসার আশা?
সাইয়িদ রফিকুল হক
২৭/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৮/০৫/২০২০অসাধারণ লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৫/২০২০বেশ ভালো লেগেছে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৫/২০২০good post
-
ফয়জুল মহী ২৭/০৫/২০২০। ভালো লিখেছেন ।