আজবনীতি
আজবনীতি
সাইয়িদ রফিকুল হক
কষ্টে ফাটে বুক,
তবুও হাসে মুখ!
সবাই চাটে পা,
মুখে আবার না!
কাঁটাঘায়ে ইচ্ছে করে
দিচ্ছে নুনের ছিঁটা,
আসলজনের খবরই নাই
লাফায় ধানের চিটা!
পা-চাটারা আছে সুখে,
বেজায় হাসি তাদের মুখে!
ইচ্ছে করে ক্ষতি করে
বলছে মুখে আঃ,
এই না দেখে চামচাগুলো
বলছে সুখে বাঃ!
আজবদেশের আজবনীতি
চলছে ভীষণ ভালো,
মিথ্যা ছাড়া এইখানে যে
সবই এখন কালো!
সাইয়িদ রফিকুল হক
২৪/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
কষ্টে ফাটে বুক,
তবুও হাসে মুখ!
সবাই চাটে পা,
মুখে আবার না!
কাঁটাঘায়ে ইচ্ছে করে
দিচ্ছে নুনের ছিঁটা,
আসলজনের খবরই নাই
লাফায় ধানের চিটা!
পা-চাটারা আছে সুখে,
বেজায় হাসি তাদের মুখে!
ইচ্ছে করে ক্ষতি করে
বলছে মুখে আঃ,
এই না দেখে চামচাগুলো
বলছে সুখে বাঃ!
আজবদেশের আজবনীতি
চলছে ভীষণ ভালো,
মিথ্যা ছাড়া এইখানে যে
সবই এখন কালো!
সাইয়িদ রফিকুল হক
২৪/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০৫/২০২০চমৎকার
-
কুমারেশ সরদার ২৪/০৫/২০২০চমৎকার
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৪/০৫/২০২০উচিত কথা এঁকেছেন কবিতায় প্রিয় কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৫/২০২০This is reality.