চোখের দৃষ্টি থাকতেও তুমি
চোখের দৃষ্টি থাকতেও তুমি
সাইয়িদ রফিকুল হক
চোখের দৃষ্টি থাকতেও তুমি
কবে যে হয়েছো অন্ধ,
পশুত্ব এখন তোমার দখলে
বিবেকের দ্বার হলো যে রুদ্ধ!
সবারই আছে দুটি করে চোখ
অনেকেই তবু অন্ধ হয়েছে আজ!
আজকে দেখছি, বাইরে মানুষ
ভিতরে বিরাট পশুর সাজ!
মানুষের মতো দেখতে অনেকে
তবুও এদের বলা যায় নাকো মানুষ,
এরা যেন ঠিক হাওয়ায় ঠাসা রঙিন ফানুস!
মানুষ হতে যে লাগবে সবার মানুষের মতো
সুন্দর দুটি চোখ আর মন,
নইলে তোমাকে মানুষ ভাবতে লজ্জা যে পাবে
এই পৃথিবীর সর্বজন।
চোখের দৃষ্টি ফিরাও বন্ধু, ফিরাও এবার,
সব মানুষের বাঁচার জন্য মানুষের চোখ দরকার।
সাইয়িদ রফিকুল হক
২১/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
চোখের দৃষ্টি থাকতেও তুমি
কবে যে হয়েছো অন্ধ,
পশুত্ব এখন তোমার দখলে
বিবেকের দ্বার হলো যে রুদ্ধ!
সবারই আছে দুটি করে চোখ
অনেকেই তবু অন্ধ হয়েছে আজ!
আজকে দেখছি, বাইরে মানুষ
ভিতরে বিরাট পশুর সাজ!
মানুষের মতো দেখতে অনেকে
তবুও এদের বলা যায় নাকো মানুষ,
এরা যেন ঠিক হাওয়ায় ঠাসা রঙিন ফানুস!
মানুষ হতে যে লাগবে সবার মানুষের মতো
সুন্দর দুটি চোখ আর মন,
নইলে তোমাকে মানুষ ভাবতে লজ্জা যে পাবে
এই পৃথিবীর সর্বজন।
চোখের দৃষ্টি ফিরাও বন্ধু, ফিরাও এবার,
সব মানুষের বাঁচার জন্য মানুষের চোখ দরকার।
সাইয়িদ রফিকুল হক
২১/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২২/০৫/২০২০সুন্দর
-
ইতি হালদার ২২/০৫/২০২০বাইরে মানুষ ভিতরে পশু একদম সত্য অসাধারন।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৫/২০২০সুন্দর।
-
ফয়জুল মহী ২১/০৫/২০২০ভালো লাগলো।