তোমাকে কেউ মনে রাখেনি
তোমাকে কেউ মনে রাখেনি
সাইয়িদ রফিকুল হক
তোমাকে কেউ মনে রাখেনি
তবুও তুমি মনে না-রাখাদের হাতে
কত ভালোবেসে তুলে দিলে গোলাপ!
আর যে তোমাকে সযত্নে মনে রেখেছিল
তাকে তুমি স্বেচ্ছায় ভুলে গেলে বেমালুম!
তোমাকে কেউ মনে রাখেনি
মনে রেখেছিলাম শুধু আমি!
আমার হাতে আসেনি কোনো গোলাপ!
আরও আমার বুকে বিঁধেছে বাবলার কাঁটা!
মনে রাখাদের অনেক বিপদ,
তাদের হাতে কখনো আসে না ভালোবাসা!
বেদনার গাঢ় নীলবর্ণে রঞ্জিত হয় তাদের বুকটা,
তারা নীলকণ্ঠ হয়ে বেঁচে থাকে অমানুষের সমাজে!
তোমাকে কেউ মনে রাখেনি
তবুও তাদের সাথে তোমার কত মাখামাখি!
আর আমি তোমাকে মনে রেখেছিলাম বলে
একদিন তার প্রতিদানে আমাকে ঘুরে আসতে হয়েছিল
পৃথিবীর সবচেয়ে বড় আর কষ্টমাখা সাহারা-মরুভূমি!
তোমাকে কেউ মনে রাখেনি
তবুও তোমার মনে এখনও কোনো দুঃখ নাই!
পৃথিবীর সমস্ত ভালোবাসা আজও ঝরে পড়ছে তাদের জন্যে!
আর আমি তোমাকে খুব মনে রেখেছিলাম বলে
হয়তো আজও আমার জন্য প্রস্তুত করা হচ্ছে আরও বাবলার কাঁটা!
সাইয়িদ রফিকুল হক
১৯/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
তোমাকে কেউ মনে রাখেনি
তবুও তুমি মনে না-রাখাদের হাতে
কত ভালোবেসে তুলে দিলে গোলাপ!
আর যে তোমাকে সযত্নে মনে রেখেছিল
তাকে তুমি স্বেচ্ছায় ভুলে গেলে বেমালুম!
তোমাকে কেউ মনে রাখেনি
মনে রেখেছিলাম শুধু আমি!
আমার হাতে আসেনি কোনো গোলাপ!
আরও আমার বুকে বিঁধেছে বাবলার কাঁটা!
মনে রাখাদের অনেক বিপদ,
তাদের হাতে কখনো আসে না ভালোবাসা!
বেদনার গাঢ় নীলবর্ণে রঞ্জিত হয় তাদের বুকটা,
তারা নীলকণ্ঠ হয়ে বেঁচে থাকে অমানুষের সমাজে!
তোমাকে কেউ মনে রাখেনি
তবুও তাদের সাথে তোমার কত মাখামাখি!
আর আমি তোমাকে মনে রেখেছিলাম বলে
একদিন তার প্রতিদানে আমাকে ঘুরে আসতে হয়েছিল
পৃথিবীর সবচেয়ে বড় আর কষ্টমাখা সাহারা-মরুভূমি!
তোমাকে কেউ মনে রাখেনি
তবুও তোমার মনে এখনও কোনো দুঃখ নাই!
পৃথিবীর সমস্ত ভালোবাসা আজও ঝরে পড়ছে তাদের জন্যে!
আর আমি তোমাকে খুব মনে রেখেছিলাম বলে
হয়তো আজও আমার জন্য প্রস্তুত করা হচ্ছে আরও বাবলার কাঁটা!
সাইয়িদ রফিকুল হক
১৯/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইতি হালদার ২০/০৫/২০২০খুব ভালো লেখা ।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২০/০৫/২০২০মুগ্ধ হয়ে গেলাম।
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০৫/২০২০সুন্দর ভাবনাময় উপস্থাপন।
-
ফয়জুল মহী ১৯/০৫/২০২০খুব ভাল লাগলো ।
-
কে এম শাহ্ রিয়ার ১৯/০৫/২০২০অনেক ভালো লাগলো! ধন্যবাদ প্রিয় কবি!