রোগ-করোনা
রোগ-করোনা
সাইয়িদ রফিকুল হক
রোগ-করোনা বাড়ছে খুবই
মানুষ তবুও গাফেল!
রাস্তাঘাটে অনেক পাগল
খাচ্ছে বসে আপেল।
মানুষগুলো কেমন যেন
মানতে চায় না আইন,
তালকানাদের রুখতে হলে
করতে হবে ফাইন।
দেশের মানুষ অনেকেই যে
একটু বেশি বোঝে,
নিজের স্বার্থে সবসময় তাই
ফাঁকফোকড়টাই খোঁজে!
এই পাপীদের মানুষ করতে
রাষ্ট্র দাঁড়াও রুখে,
এদের ধরলে অজুহাতের
নানা প্যাঁচাল শুনবে শুধু মুখে!
রোগ-করোনা আপন নয় রে
বুঝিস নাতো মূর্খ,
জ্ঞান-গরীমা তোদের ঘটে
নাইতো কিছুই সূক্ষ্ণ!
দেশের মানুষ বাঁচতে চাইলে
থাকো সবাই ঘরে,
অহংকারের তকমা ফেলে
আল্লাহ-রসুল-ডাকো হৃদয়ভরে।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
রোগ-করোনা বাড়ছে খুবই
মানুষ তবুও গাফেল!
রাস্তাঘাটে অনেক পাগল
খাচ্ছে বসে আপেল।
মানুষগুলো কেমন যেন
মানতে চায় না আইন,
তালকানাদের রুখতে হলে
করতে হবে ফাইন।
দেশের মানুষ অনেকেই যে
একটু বেশি বোঝে,
নিজের স্বার্থে সবসময় তাই
ফাঁকফোকড়টাই খোঁজে!
এই পাপীদের মানুষ করতে
রাষ্ট্র দাঁড়াও রুখে,
এদের ধরলে অজুহাতের
নানা প্যাঁচাল শুনবে শুধু মুখে!
রোগ-করোনা আপন নয় রে
বুঝিস নাতো মূর্খ,
জ্ঞান-গরীমা তোদের ঘটে
নাইতো কিছুই সূক্ষ্ণ!
দেশের মানুষ বাঁচতে চাইলে
থাকো সবাই ঘরে,
অহংকারের তকমা ফেলে
আল্লাহ-রসুল-ডাকো হৃদয়ভরে।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/০৫/২০২০ভক্তিতেই মুক্তির আলো।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৬/০৫/২০২০শেষ ঠিকানায় হাত তো বাড়াতেই হবে।
অসম্ভব সুন্দর লেখনী। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৫/২০২০be careful
-
ফয়জুল মহী ১৫/০৫/২০২০Stay home
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৫/২০২০স্বাস্থ্যবিধি মানতে হবে।