দেহের ভিতর কত কী যে
দেহের ভিতর কত কী যে
সাইয়িদ রফিকুল হক
দেহের ভিতর মন যে আছে
মনের ভিতর আরেক মন!
কত কী যে সেইখানেতে
ওঁতপেতে আছে সারাক্ষণ।
দেহ-মনের দ্বন্দ্ব-খেলা
চলছে সদাই অবিরাম,
মনগভীরের সেই পশুটা
চায় না হতে নিষ্কাম।
দেহের ভিতর কত কী যে
দেখতে হলে করবে সাধনা,
স্বর্গরাজ্য পেতে চাইলে
দূর করো হে, কামবাসনা।
না বুঝিয়া হঠাৎ করে
ডুব দিয়ো না কামসাগরে,
আর প্রেমরসের নাগাল পায় না
অসময়ের কূলনাগরে।
এমন সোনার দেহখানা
হয় না যেন দোজখখানা,
কামরাজ্যে তাই প্রবেশ করতে
রফিক তোমায় করছে মানা।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
দেহের ভিতর মন যে আছে
মনের ভিতর আরেক মন!
কত কী যে সেইখানেতে
ওঁতপেতে আছে সারাক্ষণ।
দেহ-মনের দ্বন্দ্ব-খেলা
চলছে সদাই অবিরাম,
মনগভীরের সেই পশুটা
চায় না হতে নিষ্কাম।
দেহের ভিতর কত কী যে
দেখতে হলে করবে সাধনা,
স্বর্গরাজ্য পেতে চাইলে
দূর করো হে, কামবাসনা।
না বুঝিয়া হঠাৎ করে
ডুব দিয়ো না কামসাগরে,
আর প্রেমরসের নাগাল পায় না
অসময়ের কূলনাগরে।
এমন সোনার দেহখানা
হয় না যেন দোজখখানা,
কামরাজ্যে তাই প্রবেশ করতে
রফিক তোমায় করছে মানা।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৫/২০২০
-
কবীর হুমায়ূন ১৪/০৫/২০২০সুন্দর ও সাবলীল ভাবনার কবিতা। ভালো লাগলো। শুভ কামনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৫/২০২০|Beautiful.
’করো না কাম কামনা, পবিত্র দেহের রসনা’।