তোকে চেনা যায় না
তোকে চেনা যায় না
সাইয়িদ রফিকুল হক
মুখ দেখে তোর যায় না চেনা
তুই যে জিনিস কেমনতর,
কিংবা কাদের কেনা!
জার্সি এখন অনেকরকম
চিনবো কেমন করে,
মরিস নারে ভালোমানুষ
ভণ্ডপীরের রশি ধরে।
শুয়োরগুলো পোশাক পরে
হাঁটছে এখন লোকালয়ে!
ভালোমানুষ গর্তে ঢুকে
কাঁপছে এখন এদের ভয়ে।
ভালো-মন্দ চিনতে হলে
মনটা আগে করবে ভালো,
তাইলে তোমার পড়বে চোখে
এই দুনিয়ার সাদা-কালো।
মুখ দেখে তোর যায় না চেনা
তুই যে কেমন জিনিস!
খবিসখানার সঙ্গী হয়ে
তুই কি তোকে একটু চিনিস?
সাইয়িদ রফিকুল হক
১২/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
মুখ দেখে তোর যায় না চেনা
তুই যে জিনিস কেমনতর,
কিংবা কাদের কেনা!
জার্সি এখন অনেকরকম
চিনবো কেমন করে,
মরিস নারে ভালোমানুষ
ভণ্ডপীরের রশি ধরে।
শুয়োরগুলো পোশাক পরে
হাঁটছে এখন লোকালয়ে!
ভালোমানুষ গর্তে ঢুকে
কাঁপছে এখন এদের ভয়ে।
ভালো-মন্দ চিনতে হলে
মনটা আগে করবে ভালো,
তাইলে তোমার পড়বে চোখে
এই দুনিয়ার সাদা-কালো।
মুখ দেখে তোর যায় না চেনা
তুই যে কেমন জিনিস!
খবিসখানার সঙ্গী হয়ে
তুই কি তোকে একটু চিনিস?
সাইয়িদ রফিকুল হক
১২/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১২/০৫/২০২০সুখময় হোক সাহিত্যে বিচরণ ।