একটা লোক
একটা লোক
লোকটাকে দেখলাম বড়রাস্তাটার মোড়ে দাঁড়িয়ে থাকতে। তাকে দেখে মনে খটকা লাগলো। এতো রাতে একটা মাঝবয়সী লোক রাস্তার মোড়ে কী করছে।
একটু দূর থেকে তাকে দেখছিলাম। কিছু-একটা ভেবে তার কাছে এগিয়ে গেলাম।
কাছে যেতেই বুঝলাম লোকটা কী যেন খুঁজছে।
জিজ্ঞাসা করলাম, কিছু খুঁজছেন?
লোকটা যেন এতোক্ষণ আমাকে দেখেনি। হঠাৎ আমি তার নজরে পড়ে গেলাম। তবুও তিনি ব্যতিব্যস্ত হয়ে কী যেন খুঁজতে লাগলেন।
শেষমেশ আমার দিকে তাকিয়ে খুব নীরস গলায় বললেন, আপনার কাছে একটা দেশলাই হবে? মাত্র একটা কাঠি খরচ করবো। দেশলাইটা আমি বাড়ি থেকে এনেছিলাম। কিন্তু তাড়াহুড়ার কারণে কোথায় যেন পড়ে গেছে।
সিনেমা হলের শেষ নাইট শো দেখে বাড়ি ফিরছিলাম। এমনিতে নিয়মিত সিগারেট খাই। আমার পকেটে সবসময় দিয়াশলাই থাকে।
আমি তার কাছে এগিয়ে গিয়ে দিয়াশলাইটা দিতে যাবো এমন সময় বুঝলাম লোকটার গায়ে কেরোসিনের গন্ধ! সারা গায়ে তার কোরোসিন মাখা!
চমকে উঠলাম।
আর একলাফে দিয়াশলাইটা মুঠো করে দিলাম দৌড়!
লোকটাকে দেখলাম বড়রাস্তাটার মোড়ে দাঁড়িয়ে থাকতে। তাকে দেখে মনে খটকা লাগলো। এতো রাতে একটা মাঝবয়সী লোক রাস্তার মোড়ে কী করছে।
একটু দূর থেকে তাকে দেখছিলাম। কিছু-একটা ভেবে তার কাছে এগিয়ে গেলাম।
কাছে যেতেই বুঝলাম লোকটা কী যেন খুঁজছে।
জিজ্ঞাসা করলাম, কিছু খুঁজছেন?
লোকটা যেন এতোক্ষণ আমাকে দেখেনি। হঠাৎ আমি তার নজরে পড়ে গেলাম। তবুও তিনি ব্যতিব্যস্ত হয়ে কী যেন খুঁজতে লাগলেন।
শেষমেশ আমার দিকে তাকিয়ে খুব নীরস গলায় বললেন, আপনার কাছে একটা দেশলাই হবে? মাত্র একটা কাঠি খরচ করবো। দেশলাইটা আমি বাড়ি থেকে এনেছিলাম। কিন্তু তাড়াহুড়ার কারণে কোথায় যেন পড়ে গেছে।
সিনেমা হলের শেষ নাইট শো দেখে বাড়ি ফিরছিলাম। এমনিতে নিয়মিত সিগারেট খাই। আমার পকেটে সবসময় দিয়াশলাই থাকে।
আমি তার কাছে এগিয়ে গিয়ে দিয়াশলাইটা দিতে যাবো এমন সময় বুঝলাম লোকটার গায়ে কেরোসিনের গন্ধ! সারা গায়ে তার কোরোসিন মাখা!
চমকে উঠলাম।
আর একলাফে দিয়াশলাইটা মুঠো করে দিলাম দৌড়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিটুল কুমার বোস ১১/০৫/২০২০ভালো লেগেছে। আরোও ভালো লাগার প্রত্যাশা রাখি