মনের দ্বন্দ্ব
মনের দ্বন্দ্ব
সাইয়িদ রফিকুল হক
অবসন্নদেহে খুব যে লাগে রুগ্ন!
তবু আজ এসেছে ধরাধামে সিয়াম,
এবার হতে হবে সবাইকে ধ্যানে মগ্ন।
দেহটা যেন কাঁদে রোজার নাম শুনে,
আত্মা তবু বলে মগ্ন হও প্রভুর ধ্যানে!
দেহমনের দ্বন্দ্বে বসে আছি এখন,
মহান আল্লাহ কী যে বলেন কখন!
গ্রীষ্মের দাবদাহে প্রাণটা যায়-যায়,
তবুও রোজাদার সূর্যাস্তের আগে
আল্লাহর ভয়ে কিছু না খায়!
সাইয়িদ রফিকুল হক
১০/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
অবসন্নদেহে খুব যে লাগে রুগ্ন!
তবু আজ এসেছে ধরাধামে সিয়াম,
এবার হতে হবে সবাইকে ধ্যানে মগ্ন।
দেহটা যেন কাঁদে রোজার নাম শুনে,
আত্মা তবু বলে মগ্ন হও প্রভুর ধ্যানে!
দেহমনের দ্বন্দ্বে বসে আছি এখন,
মহান আল্লাহ কী যে বলেন কখন!
গ্রীষ্মের দাবদাহে প্রাণটা যায়-যায়,
তবুও রোজাদার সূর্যাস্তের আগে
আল্লাহর ভয়ে কিছু না খায়!
সাইয়িদ রফিকুল হক
১০/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১১/০৫/২০২০অসাধারণ
-
রহমতুল্লাহ লিখন ১০/০৫/২০২০দারুন
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০Excellent
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৫/২০২০সুন্দর কবিতা।