অর্থলোভী ইতরগুলো
অর্থলোভী ইতরগুলো
সাইয়িদ রফিকুল হক
অর্থলোভী ইতরগুলো
করছে দেশের ক্ষতি,
এদের লোভ যে দেশের বুকে
আনছে ডেকে দুর্গতি।
এই পাপীদের জুতামেরে
করতে হবে বহিষ্কার,
অল্পে যারা তুষ্ট আছে
করবো তাদের নমস্কার।
সামান্য আজ চালে-তেলে
যাচ্ছে যাদের ঈমান,
রাজনীতিতে আসন যেন
পায় না এমন বেঈমান।
অর্থলোভী নরপশু
হয় না জাতির আপন,
ফাঁসিকাষ্ঠে ঝুলাও এদের
ধরবে বুকে কাঁপন।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
অর্থলোভী ইতরগুলো
করছে দেশের ক্ষতি,
এদের লোভ যে দেশের বুকে
আনছে ডেকে দুর্গতি।
এই পাপীদের জুতামেরে
করতে হবে বহিষ্কার,
অল্পে যারা তুষ্ট আছে
করবো তাদের নমস্কার।
সামান্য আজ চালে-তেলে
যাচ্ছে যাদের ঈমান,
রাজনীতিতে আসন যেন
পায় না এমন বেঈমান।
অর্থলোভী নরপশু
হয় না জাতির আপন,
ফাঁসিকাষ্ঠে ঝুলাও এদের
ধরবে বুকে কাঁপন।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৯/০৫/২০২০অনুপম, অতুলনীয় লেখা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৫/২০২০অর্থলোভী মানুষ না থাকলে পৃথিবীটা আরও সুন্দর হত।