জীবনের স্বাদ
জীবনের স্বাদ
সাইয়িদ রফিকুল হক
কতজনমের কষ্টশেষে উঠেছিল একটি সূর্য,
হঠাৎ সবই নিভে গেল বাজলো কখন তূর্য!
জীবনরঙে এখন যে আর আসে নাকো বসন্ত,
মুখোশঢাকা একটু হাসি মেলে হয়তো শেষপর্যন্ত!
জীবনের স্বাদ সবাই পায় না সবখানে যে জটিলতা,
দৃষ্টিপ্রদীপ নিভে গেছে—বেড়ে গেল তাই কুটিলতা!
মধুপ্রেমের নির্বাসনে আজ আধিক্য সস্তা ভালোবাসার,
কত আশায় বসে আছি—কেউ শোনায় না বাণী আশার!
ফুলের মতো জীবনে আজ জন্ম নিলো কষ্টনদী,
কষ্টপাহাড় নিংড়ে যেন বয়ে চলে নিরবধি!
বেলাশেষে যে প্রেমটুকু এসেছিল খুব নীরবে,
জীবনের স্বাদ না পেতেই তা চলে গেছে সরবে!
সাইয়িদ রফিকুল হক
০৮/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
কতজনমের কষ্টশেষে উঠেছিল একটি সূর্য,
হঠাৎ সবই নিভে গেল বাজলো কখন তূর্য!
জীবনরঙে এখন যে আর আসে নাকো বসন্ত,
মুখোশঢাকা একটু হাসি মেলে হয়তো শেষপর্যন্ত!
জীবনের স্বাদ সবাই পায় না সবখানে যে জটিলতা,
দৃষ্টিপ্রদীপ নিভে গেছে—বেড়ে গেল তাই কুটিলতা!
মধুপ্রেমের নির্বাসনে আজ আধিক্য সস্তা ভালোবাসার,
কত আশায় বসে আছি—কেউ শোনায় না বাণী আশার!
ফুলের মতো জীবনে আজ জন্ম নিলো কষ্টনদী,
কষ্টপাহাড় নিংড়ে যেন বয়ে চলে নিরবধি!
বেলাশেষে যে প্রেমটুকু এসেছিল খুব নীরবে,
জীবনের স্বাদ না পেতেই তা চলে গেছে সরবে!
সাইয়িদ রফিকুল হক
০৮/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৮/০৫/২০২০অসাধারন কবি। মনের কথা বুঝলেন কেমন করে।❤
-
ফয়জুল মহী ০৮/০৫/২০২০Excellent
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৫/২০২০অসাধারণ!
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৮/০৫/২০২০Very good...
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৮/০৫/২০২০অসম্ভব সুন্দর লেখনী।
তৃপ্ত হলাম