মানুষরূপী পশুগুলো
মানুষরূপী পশুগুলো
সাইয়িদ রফিকুল হক
ভাইরাস আর কত আছে
তারচে বেশি গুজব!
বাংলাদেশে পশুর দলে
সৃষ্টি করে গজব!
মানুষরূপী পশুগুলো
চলছে দশের সাথে,
অনেকরকম গুজববোমা
কিন্তু এদের হাতে।
এই পশুদের নিধন করা
রাষ্ট্র তোমার দায়িত্ব,
পশুগুলোর ধ্বংসপিঠে
সৃষ্টি হবে সাহিত্য।
এই পশুরা ছদ্মবেশী
চিনবে কেমন করে?
গুজবমাখা শুনলে কথা
অমনি ফেলো ধরে।
পশুর দলে খাচ্ছে চেটে
আমার সোনার দেশ,
এবার থেকে শক্ত হাতে
করো এদের শেষ।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
ভাইরাস আর কত আছে
তারচে বেশি গুজব!
বাংলাদেশে পশুর দলে
সৃষ্টি করে গজব!
মানুষরূপী পশুগুলো
চলছে দশের সাথে,
অনেকরকম গুজববোমা
কিন্তু এদের হাতে।
এই পশুদের নিধন করা
রাষ্ট্র তোমার দায়িত্ব,
পশুগুলোর ধ্বংসপিঠে
সৃষ্টি হবে সাহিত্য।
এই পশুরা ছদ্মবেশী
চিনবে কেমন করে?
গুজবমাখা শুনলে কথা
অমনি ফেলো ধরে।
পশুর দলে খাচ্ছে চেটে
আমার সোনার দেশ,
এবার থেকে শক্ত হাতে
করো এদের শেষ।
সাইয়িদ রফিকুল হক
০৭/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৫/২০২০Outstanding
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৭/০৫/২০২০অসাধারণ, মনোমুগ্ধকর লেখা
-
ফয়জুল মহী ০৭/০৫/২০২০Right