ছেলেটি
ছেলেটি
সাইয়িদ রফিকুল হক
ছেলেটি দিনরাত বই পড়তো খুব,
বইয়ের মাঝেই দিতো সে ডুব!
তার যে একটাই নেশা ছিল বইপড়া,
ভাল্লাগতোনা তার হৈহুল্লোড় করা।
বই যে ছিল তার সবচেয়ে আপন,
বইমহাসাগরে মনে জাগতো বিরাট
সুখেরই কাঁপন!
একদিন হঠাৎ কলেজ গেইটের পাশে,
কে যেন তাকে দেখে একটুখানি হাসে!
সদ্যোফোটা গোলাপ ছিল তার হাতে,
কলেজে যাওয়ার কোনো এক প্রভাতে।
অমনি সে যে ভ্রমে গলে গেল নিমিষে!
তাকে যেন জোরসে দংশন করেছে
বিরাট আশীবিষে!
মেয়েটির হাসিতে ছেলেটি ভুললো সব,
বড় লাইব্রেরিতে এখন সে নীরব!
বইসাগরে আর টেকে না তার মন,
মন্দাকিনীরূপে সাথী সে সর্বক্ষণ!
বই ফেলে ছেলেটি তুলে নেয় গোলাপ,
খুব ভালোবাসার রুদ্র-অসুর-তানে
হৃদয় করে বিলাপ!
একদা ছেলেটির পকেট হলো খালি,
অমনি মুছে গেল মেয়েটির মিতালি!
কলেজ গেইটের ভালোবাসার মোড়ে
খুঁজে পায় না তাকে প্রতিদিনের ভোরে!
মনখারাপ করে ছেলেটি খোঁজে বই,
একজীবনে তার এমন স্বজনকে
ভোলার সময় কই?
সাইয়িদ রফিকুল হক
০৬/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
ছেলেটি দিনরাত বই পড়তো খুব,
বইয়ের মাঝেই দিতো সে ডুব!
তার যে একটাই নেশা ছিল বইপড়া,
ভাল্লাগতোনা তার হৈহুল্লোড় করা।
বই যে ছিল তার সবচেয়ে আপন,
বইমহাসাগরে মনে জাগতো বিরাট
সুখেরই কাঁপন!
একদিন হঠাৎ কলেজ গেইটের পাশে,
কে যেন তাকে দেখে একটুখানি হাসে!
সদ্যোফোটা গোলাপ ছিল তার হাতে,
কলেজে যাওয়ার কোনো এক প্রভাতে।
অমনি সে যে ভ্রমে গলে গেল নিমিষে!
তাকে যেন জোরসে দংশন করেছে
বিরাট আশীবিষে!
মেয়েটির হাসিতে ছেলেটি ভুললো সব,
বড় লাইব্রেরিতে এখন সে নীরব!
বইসাগরে আর টেকে না তার মন,
মন্দাকিনীরূপে সাথী সে সর্বক্ষণ!
বই ফেলে ছেলেটি তুলে নেয় গোলাপ,
খুব ভালোবাসার রুদ্র-অসুর-তানে
হৃদয় করে বিলাপ!
একদা ছেলেটির পকেট হলো খালি,
অমনি মুছে গেল মেয়েটির মিতালি!
কলেজ গেইটের ভালোবাসার মোড়ে
খুঁজে পায় না তাকে প্রতিদিনের ভোরে!
মনখারাপ করে ছেলেটি খোঁজে বই,
একজীবনে তার এমন স্বজনকে
ভোলার সময় কই?
সাইয়িদ রফিকুল হক
০৬/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রায়হান আহমেদ রাজীব ০৬/০৫/২০২০সুন্দর লিখেছেন তবে আরো ভালো হতে হবে
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৫/২০২০অসাধারণ প্রেমের কবিতা।
-
ফয়জুল মহী ০৬/০৫/২০২০অতি সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
-
পি পি আলী আকবর ০৬/০৫/২০২০ভালোই লেখেছেন