কেউ জানে না
কেউ জানে না
সাইয়িদ রফিকুল হক
কেউ কি জানতো আসবে এমন
কঠিনতর শমন?
কোনো পথ্যে এই রোগ যে
হয় না দমন!
ভাইরাস নয় যেমন-তেমন
হামলা করে সবখানে,
মরছে মানুষ নির্বিচারে
যতই থাকুক সাবধানে!
কার ভাগ্যে যে কী-ই-বা আছে
কেউ জানে না আগে,
ভাইরাস-ভয়পথ পাড়ি দিয়ে
বাঁচার আশা মনে জাগে!
কেউ জানে না কার কী হবে
কে-বা যাবে আগে-পরে!
বাঁচতে হলে আল্লাহর নামে
থাকতে হবে ঘরে।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
কেউ কি জানতো আসবে এমন
কঠিনতর শমন?
কোনো পথ্যে এই রোগ যে
হয় না দমন!
ভাইরাস নয় যেমন-তেমন
হামলা করে সবখানে,
মরছে মানুষ নির্বিচারে
যতই থাকুক সাবধানে!
কার ভাগ্যে যে কী-ই-বা আছে
কেউ জানে না আগে,
ভাইরাস-ভয়পথ পাড়ি দিয়ে
বাঁচার আশা মনে জাগে!
কেউ জানে না কার কী হবে
কে-বা যাবে আগে-পরে!
বাঁচতে হলে আল্লাহর নামে
থাকতে হবে ঘরে।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৫/০৫/২০২০চমৎকার হয়েছে।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৫/০৫/২০২০বেশ ভালো
-
রবিউল আলম ০৫/০৫/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ০৪/০৫/২০২০super
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০৫/২০২০বেশ ভালো।