আমি আর প্রেম চাই না
আমি আর প্রেম চাই না
সাইয়িদ রফিকুল হক
একদিন খুব শখ করে একজনের কাছে
একটুখানি প্রেম চেয়েছিলাম,
প্রেম পাইনি তার কাছে কোনোকালে
কিন্তু ঘৃণা পেয়েছিলাম কয়েক সাগর!
আর কারও কাছে এখন প্রেম চাই না ভুলেও,
এতো ঘৃণা আমি বইবো কেমন করে একজীবনে?
প্রেমের পথে এখন খুব রেষারেষি আর মারামারি!
এসবের ভয়ে আমি আর প্রেমতলার পথ মাড়াই না,
প্রেম এখন ধরা দেয় না,
প্রেম এখন ধরে নিতে হয়!
কতজন এখন প্রেমের ঘাড় ধরে পুরে নেয় পকেটে!
আমার হাতে এতো শক্তি নাই,
আমি ধরতে পারি না প্রেমের ঘাড়টা!
প্রেম তাই চিরকাল আমার কাছে রয়ে গেল খুব অধরা!
ভালোবাসার কথা বললে এখন খুব হাসি পায়,
ভালোবাসা তো এখন ফুটপাতের দোকান!
যেকেউই সেই দোকানে ঢুকতে পারে আর বের হতে পারে,
আমি এই ফুটপাতের ধারেকাছেও আর যেতে চাই না।
প্রেমের শখ ধীরে ধীরে আমার হৃদয় থেকে মুছে যাচ্ছে দেখে
আমি এখন নিজের মনে সবসময় বিরাট শক্তি অনুভব করি।
একদিন খুব শখ করে একজনের কাছে
একটুখানি নিখাদ প্রেম চেয়েছিলাম,
ভালোবাসার কোমলমুখে একটুও প্রেম পাইনি তার কাছে!
হাসিমুখে প্রাচীন রাজকীয় ডাইনির মতো সে আমাকে
নিক্ষেপ করেছে কয়েক হাজার প্রশান্ত মহাসাগরে!
এতো ভালোবেসেও একটুখানি প্রেম মেলে না আজ পৃথিবীতে!
অথচ ঘৃণাবিতড়নকারীরা অনায়াসে ঢুকে যাচ্ছে প্রেমের স্বর্গে!
ঘৃণার পৃথিবীতে আমি আর প্রেম চাই না ভুল করেও।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
একদিন খুব শখ করে একজনের কাছে
একটুখানি প্রেম চেয়েছিলাম,
প্রেম পাইনি তার কাছে কোনোকালে
কিন্তু ঘৃণা পেয়েছিলাম কয়েক সাগর!
আর কারও কাছে এখন প্রেম চাই না ভুলেও,
এতো ঘৃণা আমি বইবো কেমন করে একজীবনে?
প্রেমের পথে এখন খুব রেষারেষি আর মারামারি!
এসবের ভয়ে আমি আর প্রেমতলার পথ মাড়াই না,
প্রেম এখন ধরা দেয় না,
প্রেম এখন ধরে নিতে হয়!
কতজন এখন প্রেমের ঘাড় ধরে পুরে নেয় পকেটে!
আমার হাতে এতো শক্তি নাই,
আমি ধরতে পারি না প্রেমের ঘাড়টা!
প্রেম তাই চিরকাল আমার কাছে রয়ে গেল খুব অধরা!
ভালোবাসার কথা বললে এখন খুব হাসি পায়,
ভালোবাসা তো এখন ফুটপাতের দোকান!
যেকেউই সেই দোকানে ঢুকতে পারে আর বের হতে পারে,
আমি এই ফুটপাতের ধারেকাছেও আর যেতে চাই না।
প্রেমের শখ ধীরে ধীরে আমার হৃদয় থেকে মুছে যাচ্ছে দেখে
আমি এখন নিজের মনে সবসময় বিরাট শক্তি অনুভব করি।
একদিন খুব শখ করে একজনের কাছে
একটুখানি নিখাদ প্রেম চেয়েছিলাম,
ভালোবাসার কোমলমুখে একটুও প্রেম পাইনি তার কাছে!
হাসিমুখে প্রাচীন রাজকীয় ডাইনির মতো সে আমাকে
নিক্ষেপ করেছে কয়েক হাজার প্রশান্ত মহাসাগরে!
এতো ভালোবেসেও একটুখানি প্রেম মেলে না আজ পৃথিবীতে!
অথচ ঘৃণাবিতড়নকারীরা অনায়াসে ঢুকে যাচ্ছে প্রেমের স্বর্গে!
ঘৃণার পৃথিবীতে আমি আর প্রেম চাই না ভুল করেও।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল আলম ০৫/০৫/২০২০ভালো
-
ডঃ নাসিদুল ইসলাম ০৪/০৫/২০২০ভালো লাগলো
-
গাজী তারেক আজিজ ০৩/০৫/২০২০অনেক ভালো
-
ফয়জুল মহী ০৩/০৫/২০২০নিখুঁত প্রকাশ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৫/২০২০চমৎকার। ব্যর্থ প্রেমিক, আর কি।