একদিন হাঁটতে ভালো লাগতো
একদিন হাঁটতে ভালো লাগতো
সাইয়িদ রফিকুল হক
একদিন হাঁটতে ভালো লাগতো,
আড্ডা জমাতে খুব উৎসাহ হতো,
খোলামাঠে বসতে কত ভালো লাগতো!
আর আজ ঘরে থাকতেই ভালো লাগে।
বাইরে এখন মরণব্যাধি হানা দিয়েছে,
ঘাতক-রোগের নাম করোনা-ভয়ংকর!
সবাই পালাচ্ছে নিজস্ব পরিসরে—বাঁচার তাগিদে,
সবাই এখন খুব ব্যস্ত নিজের একটা জীবন বাঁচাতে।
এখন কেউ সেই আড্ডাবাজির কথা বলতে আসে না!
মোবাইলফোনে কেউ আর তেমন-একটা খোঁজে না!
কেউ আর ডাকে না—প্রতিদিনের সেই ঝলসানো আড্ডায়!
আজকাল সবাই খুব হিসাব করে চলে,
একটু অসাবধান হলেই ছিটকে পড়বে যেন জীবন থেকে!
মানুষের মনে এখন ভয় ঢুকে গেছে খুব!
অনেকেই খুব সাবধানী হয়ে উঠছে জীবন বাঁচাতে।
আবার কেউ-কেউ এখনও বেখেয়াল-পাষণ্ড!
এরা অন্যের জীবনে ব্যাঘাত ঘটাতে সদাব্যস্ত।
কিছু মানুষের উদাসীনতা দেখে ভাবি:
এদের একটু বুদ্ধিসুদ্ধি হবে কবে?
বাঙালি কবে একটুখানি সিরিয়াস হবে?
একদিন হাঁটতে খুব ভালো লাগতো,
এখন আর ভালো লাগে না ভাইরাসের দাপটে,
এখন ঘরে বসে থাকি তাসবিহ হাতে,
মরণের ভয় জীবনকে আজ কুরে-কুরে খাচ্ছে যেন!
সবাই এখন বেঁচে থাকার বিরাট সংগ্রামে নিয়োজিত।
সাইয়িদ রফিকুল হক
০২/০৫/২০২০
সাইয়িদ রফিকুল হক
একদিন হাঁটতে ভালো লাগতো,
আড্ডা জমাতে খুব উৎসাহ হতো,
খোলামাঠে বসতে কত ভালো লাগতো!
আর আজ ঘরে থাকতেই ভালো লাগে।
বাইরে এখন মরণব্যাধি হানা দিয়েছে,
ঘাতক-রোগের নাম করোনা-ভয়ংকর!
সবাই পালাচ্ছে নিজস্ব পরিসরে—বাঁচার তাগিদে,
সবাই এখন খুব ব্যস্ত নিজের একটা জীবন বাঁচাতে।
এখন কেউ সেই আড্ডাবাজির কথা বলতে আসে না!
মোবাইলফোনে কেউ আর তেমন-একটা খোঁজে না!
কেউ আর ডাকে না—প্রতিদিনের সেই ঝলসানো আড্ডায়!
আজকাল সবাই খুব হিসাব করে চলে,
একটু অসাবধান হলেই ছিটকে পড়বে যেন জীবন থেকে!
মানুষের মনে এখন ভয় ঢুকে গেছে খুব!
অনেকেই খুব সাবধানী হয়ে উঠছে জীবন বাঁচাতে।
আবার কেউ-কেউ এখনও বেখেয়াল-পাষণ্ড!
এরা অন্যের জীবনে ব্যাঘাত ঘটাতে সদাব্যস্ত।
কিছু মানুষের উদাসীনতা দেখে ভাবি:
এদের একটু বুদ্ধিসুদ্ধি হবে কবে?
বাঙালি কবে একটুখানি সিরিয়াস হবে?
একদিন হাঁটতে খুব ভালো লাগতো,
এখন আর ভালো লাগে না ভাইরাসের দাপটে,
এখন ঘরে বসে থাকি তাসবিহ হাতে,
মরণের ভয় জীবনকে আজ কুরে-কুরে খাচ্ছে যেন!
সবাই এখন বেঁচে থাকার বিরাট সংগ্রামে নিয়োজিত।
সাইয়িদ রফিকুল হক
০২/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৩/০৫/২০২০
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৫/২০২০করোনা সবাইকে ঘরবন্দি করে রেখেছে।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৩/০৫/২০২০Darun...
-
ফয়জুল মহী ০৩/০৫/২০২০লেখা পড়ে বিমোহিত হলাম।
-
পি পি আলী আকবর ০৩/০৫/২০২০দারুণ
-
ন্যান্সি দেওয়ান ০২/০৫/২০২০Bah Darun...
সাবধানে থাকবেন