www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেশ এখন চলছে ভালো

দেশ এখন চলছে ভালো
সাইয়িদ রফিকুল হক

দেশ এখন চলছে ভালো,
জনগণও আছে বেশ ভালো,
কিছু জীবের তবু লাগছে না ভালো!
খুব পাপীরা কখনো কারো চায় না ভালো,
পাপ-উসকে এরা সবাই গড়তে চায় পাপের রাজ্য,
এসো দেশের জনগণ হে, এই পাপীদের করি বিনাশ।

দেশ এখন চলছে ভালো,
তবু এখন কারো জ্বলছে সেই বুকটা!
দেশের শত্রু কখনো চায় দেশের ভালো?
জনগণের স্বার্থবিনাশে এরা যে চায় নিজেদের স্বার্থ!
এই পাপীরা বেছে নিয়েছে অপপ্রচার আর গুজবখনি,
এদের হাতে কখনো নয় নিরাপদ দেশ আর জনতা।

দেশ এখন চলছে ভালো,
আরও ভালো রয়েছে তাই এই দেশের জনগণ,
মানবমনে দূর হয়েছে কতরকম অস্থিরতা!
সবার মনে ফিরে এসেছে স্বস্তি আর শান্তি।
ভালো না হয়ে শুধু স্বার্থলোভে রং বদলেছে সেইসব ঘাতক!
ঘাতকগুলো আজও তাই চায় না মনেপ্রাণে এই দেশের ভালো।


সাইয়িদ রফিকুল হক
০২/০৫/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast