রাজক্ষমতার সিংহাসনে
রাজক্ষমতার সিংহাসনে
সাইয়িদ রফিকুল হক
মাথায় তোমার রাজক্ষমতার
অনেকবড় মুকুট!
তোমার হাতে পায় না শোভা
তুচ্ছ নেশার চুরুট।
আশেপাশের অনেকজনই
করতে পারে মীরজাফরি,
সবসময় তাই খোলা রেখো
ন্যায়-চেতনার তরবারি।
জীবন থাকতে মুকুট ধরে
করো জনের সেবা,
তোমার সামনে দেশপ্রেমিকের
আসন নিবে কে-বা?
বিশ্বজুড়ে আজকে দেখি
বিপদ কত ভয়াল!
মানবসেবায় বিঘ্ন হলে
শিকার করো গয়াল।
চোরের দলে বাগড়া দিবে
জনসেবার পথে,
এমন পাপী কত হবে
হাজার কিংবা শ’তে?
এই পাপীদের নিধন করে
বাংলা করো উর্বর,
ফাঁসিকাষ্ঠে ঝুলাও সদাই
দেশবিরোধী বর্বর।
রাজক্ষমতার সিংহাসনে
থাকুক যোগ্য লোক,
আজ বিপদে দেশের তরে
সবার মঙ্গল হোক।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
মাথায় তোমার রাজক্ষমতার
অনেকবড় মুকুট!
তোমার হাতে পায় না শোভা
তুচ্ছ নেশার চুরুট।
আশেপাশের অনেকজনই
করতে পারে মীরজাফরি,
সবসময় তাই খোলা রেখো
ন্যায়-চেতনার তরবারি।
জীবন থাকতে মুকুট ধরে
করো জনের সেবা,
তোমার সামনে দেশপ্রেমিকের
আসন নিবে কে-বা?
বিশ্বজুড়ে আজকে দেখি
বিপদ কত ভয়াল!
মানবসেবায় বিঘ্ন হলে
শিকার করো গয়াল।
চোরের দলে বাগড়া দিবে
জনসেবার পথে,
এমন পাপী কত হবে
হাজার কিংবা শ’তে?
এই পাপীদের নিধন করে
বাংলা করো উর্বর,
ফাঁসিকাষ্ঠে ঝুলাও সদাই
দেশবিরোধী বর্বর।
রাজক্ষমতার সিংহাসনে
থাকুক যোগ্য লোক,
আজ বিপদে দেশের তরে
সবার মঙ্গল হোক।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০১/০৫/২০২০চমৎকার আর অসাধারন লেখ। ❤
-
পি পি আলী আকবর ৩০/০৪/২০২০অসাধারণ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ৩০/০৪/২০২০অসাধারণ লাগলো
-
ফয়জুল মহী ৩০/০৪/২০২০মানুষ মানুষের জন্য। জয় হবেই মানবতার l