বিষাক্ত ঘুণপোকা
বিষাক্ত ঘুণপোকা
সাইয়িদ রফিকুল হক
দেহের ভিতরে বাসা বেঁধেছে যে বিরাট একটা ঘুণপোকা,
কুরে-কুরে সে যে রাতদিন খায় ভালো সবকিছু!
তারে কি কখনো আটকানো যায় কঠিনের জালে?
তার তৃষ্ণা খুব—ক্ষুধা মিটে না কখনো তার,
তার চাহিদা যে খুব সর্বগ্রাসী।
বুকের ভিতরে কেমন করে যে বেড়ে উঠেছে
এই জলজ্যান্ত হিংস্র ঘুণপোকা!
দেহটাকে আজ অশান্ত করেছে আর মনটাকে
ক্ষেপিয়ে তুলেছে দানবাকৃতির এই ঘুণপোকা।
বিষাক্ত ঘুণের ভয়াল তাণ্ডবে জ্বলে ওঠে যেন
বারুদসমান কামনাআগুন!
আরও জেগেছে লোভের হায়েনা, পাপের হাঙ্গর!
সবক’টাকে আজ ক্ষেপিয়ে তুলেছে এই ঘুণপোকা।
সোনালি দেহের এই বিষাক্ত ঘুণপোকারা
কবে চিরতরে বিদায় যে নিবে!
মানুষ আবার ফিরে পাবে তার নিষ্পাপ সেই দেহমন।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
দেহের ভিতরে বাসা বেঁধেছে যে বিরাট একটা ঘুণপোকা,
কুরে-কুরে সে যে রাতদিন খায় ভালো সবকিছু!
তারে কি কখনো আটকানো যায় কঠিনের জালে?
তার তৃষ্ণা খুব—ক্ষুধা মিটে না কখনো তার,
তার চাহিদা যে খুব সর্বগ্রাসী।
বুকের ভিতরে কেমন করে যে বেড়ে উঠেছে
এই জলজ্যান্ত হিংস্র ঘুণপোকা!
দেহটাকে আজ অশান্ত করেছে আর মনটাকে
ক্ষেপিয়ে তুলেছে দানবাকৃতির এই ঘুণপোকা।
বিষাক্ত ঘুণের ভয়াল তাণ্ডবে জ্বলে ওঠে যেন
বারুদসমান কামনাআগুন!
আরও জেগেছে লোভের হায়েনা, পাপের হাঙ্গর!
সবক’টাকে আজ ক্ষেপিয়ে তুলেছে এই ঘুণপোকা।
সোনালি দেহের এই বিষাক্ত ঘুণপোকারা
কবে চিরতরে বিদায় যে নিবে!
মানুষ আবার ফিরে পাবে তার নিষ্পাপ সেই দেহমন।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৭/০৪/২০২০পৃথিবী থেকে ঘুণপোকা বিদায় হবে। মানুষ আবার ফিরে পাবে তার বিশ্বাসী দেহ, এ কামনাই।❤
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৪/২০২০সর্বগ্রাসী ধুণপোকা।
-
রহমতুল্লাহ লিখন ২৭/০৪/২০২০জীব্নের চক্র এই পথেই চল্তে থাকবে। ভালবাসা কবি।
-
কুমারেশ সরদার ২৭/০৪/২০২০মারহাবা
-
ফয়জুল মহী ২৭/০৪/২০২০পৃথিবী এখন অনেকটা সুখী । ফিরিয়ে দিচ্ছে তার উপর করা অত্যাচার ।