রহস্যময় মানুষ
রহস্যময় মানুষ
সাইয়িদ রফিকুল হক
দুয়ারে আজ দাঁড়িয়ে রয় অমোঘ মৃত্যু
তথাপি কেউ খুঁজে ফেরে নাগর!
আবার দেখি কারও মনে উপচে পড়ে
ভোগের মহাসাগর!
এই মানুষের মনসিন্ধুতে কী যে আছে
বুঝি না তো বন্ধু সব!
চারিদিকে দেখছি আজই মৃত্যু হাতে
সব মানুষের ভোগের কলরব।
মানুষ চিনতে পারি নাই আজও—
জেনেছি তাই, মানুষের মন রহস্যময়,
পরিশেষে আপন বুদ্ধিতে প্রলয়বেগে
এই মানুষের হবে-হবে চিরতরে ক্ষয়।
ধ্বংসের আগে শুধু একবার ঘুরে দাঁড়াও
হে মানুষের বংশধর মানুষ,
আর কতকাল তোমরা থাকবে এমন করে
পরের হাতের রঙিন ফানুস!
সাইয়িদ রফিকুল হক
২৬/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
দুয়ারে আজ দাঁড়িয়ে রয় অমোঘ মৃত্যু
তথাপি কেউ খুঁজে ফেরে নাগর!
আবার দেখি কারও মনে উপচে পড়ে
ভোগের মহাসাগর!
এই মানুষের মনসিন্ধুতে কী যে আছে
বুঝি না তো বন্ধু সব!
চারিদিকে দেখছি আজই মৃত্যু হাতে
সব মানুষের ভোগের কলরব।
মানুষ চিনতে পারি নাই আজও—
জেনেছি তাই, মানুষের মন রহস্যময়,
পরিশেষে আপন বুদ্ধিতে প্রলয়বেগে
এই মানুষের হবে-হবে চিরতরে ক্ষয়।
ধ্বংসের আগে শুধু একবার ঘুরে দাঁড়াও
হে মানুষের বংশধর মানুষ,
আর কতকাল তোমরা থাকবে এমন করে
পরের হাতের রঙিন ফানুস!
সাইয়িদ রফিকুল হক
২৬/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২৮/০৪/২০২০Very nice
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৬/০৪/২০২০মানুষকে অসহায় করে ফেলে। সবাই নিজেকে নিয়ে এত ব্যস্ত আর আত্নকেন্দ্রীক তাতে করে মানুষ নিজেকে চিনে উঠতে পারে না বলেই ব্যর্থ সব জায়গা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৪/২০২০মানুষ বোঝা বড় কঠিন।
-
কুমারেশ সরদার ২৬/০৪/২০২০বাঃ !
-
পি পি আলী আকবর ২৬/০৪/২০২০সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৬/০৪/২০২০দারুন
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৬/০৪/২০২০খুব ভালো রচনা....
-
ফয়জুল মহী ২৬/০৪/২০২০পৃথিবী এখন অনেকটা সুখী । ফিরিয়ে দিচ্ছে তার উপর করা অত্যাচার ।