আবার এলো রোজা
আবার এলো রোজা
সাইয়িদ রফিকুল হক
বছরঘুরে আবার এলো রোজা,
শোন্ পাষণ্ড এবার থেকে
একটু কমা পাপের বোঝা।
আগের মতো বুকফুলিয়ে চলিসনারে
একটু নত হ না এবার,
ধর্মপথে স্বপ্ন দেখ্ না মানুষ হবার।
বছরঘুরে আবার এলো রোজা,
পাপের পথে ইস্তফা দে
রাস্তা ধর্ না সহজ-সরল সোজা।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
বছরঘুরে আবার এলো রোজা,
শোন্ পাষণ্ড এবার থেকে
একটু কমা পাপের বোঝা।
আগের মতো বুকফুলিয়ে চলিসনারে
একটু নত হ না এবার,
ধর্মপথে স্বপ্ন দেখ্ না মানুষ হবার।
বছরঘুরে আবার এলো রোজা,
পাপের পথে ইস্তফা দে
রাস্তা ধর্ না সহজ-সরল সোজা।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৪/২০২০রোজা আমাদের ভাল পথে চলার শিক্ষা দেয়।
-
কুমারেশ সরদার ২৫/০৪/২০২০সুন্দর, বলিহারি
-
মোঃ মুসা খান ২৫/০৪/২০২০শুভ মাহ রমজানে
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৪/২০২০better
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২০মনোহর লেখনী ।