কাউকে কিছু বলি না—২
কাউকে কিছু বলি না—২
সাইয়িদ রফিকুল হক
কাউকে কিছু বলি না,
অথবা কিছু বলার নাই,
তবু মনটা কেমন-কেমন করে!
কাউকে কিছু-একটা বলে লাভ কী?
সবকিছু চলছে স্বেচ্ছাচারিতায়!
এখানে কে দেখে কার এতো ভালো?
ভালোবাসার কথা আর ভাবি না,
প্রতিদিন দেখি কত সস্তা-নোংরা ভালোবাসা,
ভালোবাসা এখন বিক্রি হয় টাকার ওজনে!
প্রেমের সংজ্ঞা আছে অনেক অভিধানে,
আরও কত বইপুস্তকে দেখি কত…
কোনোকিছুই আজকাল আর বিশ্বাস হয় না।
ধর্মশালার ক্রীতদাসগুলোকে মানি না,
ওদের মুখে আজকাল মিথ্যা বড় বেশি বাজে,
তবু দেখি ভণ্ডের থুতু গায়ে মাখছে আরেক দল ভণ্ড!
কাউকে কিছু বলি না,
শুধু নিজের মতো হাসি-কাঁদি মনের সুখে,
তবু মনটা হঠাৎ ক্রোধান্বিত হয়ে ওঠে অধঃপতিতদের ধৃষ্টতা দেখে।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৪/২০২০
সাইয়িদ রফিকুল হক
কাউকে কিছু বলি না,
অথবা কিছু বলার নাই,
তবু মনটা কেমন-কেমন করে!
কাউকে কিছু-একটা বলে লাভ কী?
সবকিছু চলছে স্বেচ্ছাচারিতায়!
এখানে কে দেখে কার এতো ভালো?
ভালোবাসার কথা আর ভাবি না,
প্রতিদিন দেখি কত সস্তা-নোংরা ভালোবাসা,
ভালোবাসা এখন বিক্রি হয় টাকার ওজনে!
প্রেমের সংজ্ঞা আছে অনেক অভিধানে,
আরও কত বইপুস্তকে দেখি কত…
কোনোকিছুই আজকাল আর বিশ্বাস হয় না।
ধর্মশালার ক্রীতদাসগুলোকে মানি না,
ওদের মুখে আজকাল মিথ্যা বড় বেশি বাজে,
তবু দেখি ভণ্ডের থুতু গায়ে মাখছে আরেক দল ভণ্ড!
কাউকে কিছু বলি না,
শুধু নিজের মতো হাসি-কাঁদি মনের সুখে,
তবু মনটা হঠাৎ ক্রোধান্বিত হয়ে ওঠে অধঃপতিতদের ধৃষ্টতা দেখে।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৩/০৪/২০২০পরিপক্ব ও পরিপাটি লেখা
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৪/২০২০ভালবাসা আসলে বিক্রি হয় না। ইহা স্বর্গীয়।
-
ইবনে মিজান ২৩/০৪/২০২০সুন্দর